এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সফরের মাঝেই মালদার বামনগোলায় রাস্তার দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা ৷ অবরোধে সামিল হলেন মহিলারাও । আজ মঙ্গলবার সকাল প্রায় ১১ টা থেকে গ্রামবাসীরা পাকুয়াহাট -গাজোল রাজ্য সড়ক অবরোধ করে রাখেন । খবর পেয়ে আসে পাকুয়াহাট ফাঁড়ির । ক্ষিপ্ত গ্রামবাসীরা পুলিশকে বেহাল রাস্তা ঘুরিয়ে দেখান৷ শেষ পর্যন্ত পুলিশ এই বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে কিছু একটা ব্যবস্থা করা হবে বলে ঘন্টা দেড়েক পর অবরোধ তুলে নেওয়া হয় ।
জানা গেছে,বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তিতপুর এলাকায় পথ অবরোধের ঘটনা ঘটেছে । তিতপুর প্রাইমারী স্কুল থেকে মালদোগোড়া প্রাইমারী স্কুল পর্যন্ত এবং তিতপুর স্ট্যান্ড থেকে বিচনকুড়ি আইসিডিএস কেন্দ্র পর্যন্ত রাস্তা দুটি দীর্ঘ দিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে । রাস্তা সংস্কারের দাবিতে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত ও বামনগোলা বিডিও-এর কাছে একাধিকবার তদ্বির করলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ । এদিকে বেহাল রাস্তার কারনে চুড়ান্ত দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামবাসীদের । স্কুলে যেতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে কচিকাঁচা পড়ুয়াদের । শেষে আজ মঙ্গলবার ক্ষিপ্ত গ্রামবাসীরা পাকুয়াহাট-গাজোল রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলেও দ্রুত রাস্তা সংস্কার না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা । এদিকে আজকের এই অবরোধের জেরে সড়কপথে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় বহু মানুষকে ।।

