এইদিন ওয়েবডেস্ক,নেপিডো(মিয়ানমার),১৪ মে : অতি প্রবল ঘূর্ণিঝড় “মোকা” মিয়ানমারের স্থলভাগে ঢুকে পড়ে দু’দিন ধরে কার্যত তান্ডব চালাচ্ছে । বহু বড়বড় গাছ শিকড় সমেত উপড়ে পড়েছে । এদিকে এই দূর্যোগের মাঝেও সাধারণ মানুষের উপর নিপিড়ন অব্যাহত রেখেছে মিয়ানমারের মিলিটারি কাউন্সিল আর্মি । দূর্যোগের মধ্যেও কোথাও কোথাও সেনা জওয়ানরা বাড়ি বাড়ি ঢুকে ব্যাপক লুটপাট চালাচ্ছে । কোথাও কোথাও যাতায়তের মূল সড়ক পথ কেটে দিয়ে মানুষের পালানোর রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে । ফলে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ দূর্যোগের মধ্যেই নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছে বলে মিডিয়া রিপোর্টে জানা গেছে ।
প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের সাগাইং বিভাগের কানি টাউনশিপে টানা ২ দিন ধরে ভারী বৃষ্টির কারণে এক হাজারেরও বেশি বাসিন্দাকে বৃষ্টিতে নিরাপদে পালিয়ে যেতে হয়েছে । স্থানীয় বাসিন্দারা মিডিয়ার কাছে জানিয়েছেন,রাখাইন রাজ্যের সিত্তওয়ের দিকে অগ্রসর হওয়া মোখা ঝড়ের কারণে ১৩ ও ১৪ মে কানি টাউনশিপে একটানা বৃষ্টি চলছে৷ সর্বোপরি, সাগাইং-এর সামরিক পরিষদের সদস্যরা ঝড়ের আগাম সতর্কতা জারি করেননি । এমনকি ঝড়ে গৃহহীন মানুষরা কোথায় আশ্রয় নেবে সেই বিষয়েও সেনার তরফে ঘোষণা করা হয়নি । ফলে দূর্যোগের মধ্যে একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে গ্রামবাসীরা ।

গ্রামবাসীদের অভিযোগ,সামরিক কাউন্সিলের সৈন্যরা সাধারণ মানুষকে সাহায্য তো করছেই না,উলটে তারা কানি শহরের নীচে চিন্দিন নদীর পশ্চিম তীরের গ্রামগুলিতে প্রবেশ করছে, ফলে ৫ টি গ্রামের কয়েক হাজার মানুষ আতঙ্কে বৃষ্টির মধ্যেই পালিয়ে যাচ্ছে । খিন ওও টাউনশিপ, শোয়ে বো জেলার কিছু গ্রামে আজ রবিবার সকাল ৬ টার দিকে সামরিক পরিষদের সৈন্যরা এবং পিউ সাও হোই বড় এবং ছোট অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং জোরপূর্বক বাড়ি থেকে খাদ্য সামগ্রী নিয়ে পালিয়ে যায় । ইনপা গ্রামের একটি চার বছর বয়সী বালকের উপরে তারা গুলি চালায়,শিশুটির বর্তমানে চিকিৎসা চলছে । তারা জানান,সামরিক পরিষদের সৈন্যদের হামলার ভয়ে ৪,০০০ এরও বেশি বাসিন্দা দূর্যোগের মধ্যেই পালিয়ে গেছে ।

অন্যদিকে মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে তখন আজ রবিবার সকালে কেএনইউ কারেন ন্যাশনাল ইউনিয়নের ষষ্ঠ ব্রিগেড এলাকায় স্থানীয় জনগণের ব্যবহৃত রাস্তাটি ধ্বংস করে দিয়ে যাউ সামরিক পরিষদের সৈন্যরা । টনগ্রেইন গ্রামে কোকক্রেট-ক্রেন পিগি-মুডং মহাসড়কের মাঝ বরাবর বিশাল গর্ত খুঁড়ে দিয়ে যায় সেনাবাহিনী । বিপ্লবী বাহিনীর একজন সদস্য বলেন,গ্রামবাসীরা যে রাস্তাটি ব্যবহার করেছিল তা ধ্বংস করার উদ্দেশ্য শুধুমাত্র যৌথ বিপ্লবী বাহিনীকে সহজে এবং দ্রুত তাদের আক্রমণ থেকে বিরত রাখার জন্যই নয়, বরং যৌথ বিপ্লবী বাহিনী ও জনগণের উপর আক্রমণ করা সহজ হবে বলে সড়ক খুঁড়ে দিয়ে গেছে সামরিক পরিষদের সৈন্যরা ।
জানা গেছে,মিলিটারি কাউন্সিল আর্মি তাউং লাইন ভিলেজ রোডের পাশাপাশি কোক ক্রেট সিটি, কোক ক্রেট-কিক ডোম রোডের প্রবেশ ও প্রস্থান পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে । স্থানীয়রা জানান, শনিবার (১৩ মে ২০২৩) সন্ধ্যায় কামাই গন গ্রামের রাস্তাও তারা কেটে দিয়েছে । ফলে ওই সমস্ত এলাকার লোকজন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে ।।