সব বাধা পেরিয়ে
সব সীমানা ছাড়িয়ে
নিজেকে প্রমাণ করেছি।
কোনো অযাচিত হস্তক্ষেপ
পারবে না দমন করতে সাহস,
শিক্ষা, রুচি সবটুকুই জন্মগত
যা পাথেয় আমার জীবনস্তরে।
হ্যাঁ নকল মোড়কের আড়ে নয়।
সাবলীল চারিত্রিক বৈশিষ্ট্যে আমি
আমি-ই, কোনো প্রতিযোগিতায়
নেই, শুধু থাকি মনুষ্যত্বের দৌড়ে
যা আছে বলেই আজও ঈশ্বরের
ছত্রছায়ায় উতরে যাওয়া মানুষ।
আমি আমাতে খুশি, আমি ও
আমার পরিবার জানে আমি কী!
রইল জগত! সেথায় সবটুকুই
রঙিন মোড়কে সর্বাধিক অসভ্যতামি।
তাদের দেখাই ডাস্টবিনের পথ। শেষে
এই বেশ ভালো আছি, একাই
নিজের সনে। পথ সঠিক, শিক্ষা সঠিক
তাইতো আমি অহমিকা বর্জিত এক
রক্ত মাংসের সংবেদনশীল মানবী।
যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, থাকবে।।