এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৯ জুলাই : গাঁজা আমদানি ও সেবনের অভিযোগে কেম্যান দ্বীপপুঞ্জে(Cayman Islands) গ্রেফতার হয়েছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ(Gigi Hadid) । গত ১০ জুলাই গ্রেফতার হন তিনি। ২৮ বর্ষীয় জিজি হাদিদ এবং তার বান্ধবী লিয়া নিকোল ম্যাকার্থি (Leah Nicole McCarthy) ব্যক্তিগত একটি বিমানে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেলে তাদের লাগেজ তল্লাশির সময় দুজনের ব্যাগে থেকে গাঁজা দেখতে পায় কাস্টম কর্মকর্তারা । তবে গাঁজার পরিমাণ খুবই অল্প ছিল । পুলিশি দু’দিন হেফাজতে রাখার পর ১২ জুলাই জিজি হাদিদ ও তার বান্ধবীকে কোর্টে তোলে । পরে আদালত তাদের ১ হাজার মার্কিন ডলার জরিমানা করেন এবং জামিনে মুক্তি দেন।
এই প্রথম নয়, এর আগেও মাদক-কাণ্ডে নাম জড়িয়েছে জিজি হাদিদের । ২০১৫ সালে ভিক্টোরিয়াস সিক্রেটের একটি অনুষ্ঠানে কোকেন সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি । শুধু মাদক সেবনই নয়, প্রেম নিয়েও শিরোনামে দেখা যায় হাদিদকে । জায়ান মালিকের সঙ্গে তার প্রেম ভাঙার পর লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল । যদিও এনিয়ে তারা কেউই মুখ খোলেননি ।।

