এইদিন ওয়েবডেস্ক,হাইতি,৩১ আগস্ট : সন্ত্রাস কবলিত হাইতি ছেড়ে নাগরিকদের পালাতে বললো আমেরিকা । পোর্ট-অ-প্রিন্সের মার্কিন দূতাবাসের একটি বিবৃতি উদ্ধৃত করে রয়টার্স বুধবার রাতে জানিয়েছে যে, এই দেশের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব বাণিজ্যিক বা ব্যক্তিগত পরিবহনের মাধ্যমে হাইতি ত্যাগ করা উচিত । এক মাস আগে, হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আমেরিকান দূতাবাসের কাছে গুলি চালানোর কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
এদিকে, জাতিসংঘ কয়েকদিন আগে ঘোষণা করেছে যে হাইতিতে নতুন দফা সহিংসতায় প্রায় ৮,৭৩০ জন বাস্তুচ্যুত হয়েছে। এই দেশের রাজধানীতে অবস্থিত একটি খেলার মাঠে তাঁবুর নিচে বসবাস করছে অধিকাংশ মানুষ । শুধু এই দেশের রাজধানী থেকেই বাস্তুচ্যুত হয়েছে প্রায় দুই লাখ মানুষ।
হাইতিতে বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর এসব সহিংসতা শুরু হয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, হাইতিয়ান নিরাপত্তা বাহিনীর কাছে সহিংসতা মোকাবেলার জন্য পর্যাপ্ত সরঞ্জাম নেই এবং এর ফলে বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো সম্প্রসারণ করেছে। অন্যদিকে, জনগণ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বাহিনী তৈরি করেছে, দু’পক্ষের সংঘর্ষের কারনে হাইতিতে সহিংসতা ও হত্যাকাণ্ডের বৃদ্ধি ঘটেছে ।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এযাবৎ সহিংসতায় অন্তত ২ হাজার ৪৩৯ জন নিহত হয়েছেন । হাইতিয়ান সরকার গত বছর দেশের বাহিনীকে শক্তিশালী করার ঘোষণার পরেও হিংসাত্মক লড়াই অব্যাহত রয়েছে । আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে ।।