এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ জুলাই : পাচার হওয়া ১০৫ ভারতীয় পুরাকীর্তি ফিরিয়ে দিচ্ছে আমেরিকা । ভারতের বিভিন্ন অঞ্চল থেকে চুরি করে ওই সমস্ত পুরাকীর্তিগুলিকে আমেরিকায় পাচার করে দিয়েছিল দুষ্কৃতী চক্র । এবার সেগুলি ভারতকে হস্তান্তর করতে চলে জো বাইডেন সরকার । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সরকারকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন,’এটি প্রত্যেক ভারতীয়কে খুশি করবে। এ জন্য যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। এই মূল্যবান প্রত্নবস্তুগুলি অপরিসীম সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য ধারণ করে। তাদের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের ঐতিহ্য এবং সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণে আমাদের অঙ্গীকারের প্রমাণ ।’
পাচার হওয়া পুরাকীর্তি ভারতে ফেরানোর বিষয়ে জানানো হয়েছে ইন্ডিয়া ইন ইউএসএ-এর টুইটার হ্যান্ডেলে । কয়েকটি ছবিসহ ওই টুইটি রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ইন্ডিয়া ইন ইউএসএ জানিয়েছে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের ফলোআপ হিসাবে মার্কিন পক্ষ থেকে হস্তান্তর করা পুরাকীর্তিগুলি খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর । সেগুলির মধ্যে রয়েছে, ১২-১৩ শতকের মার্বেল আর্চ, রাজস্থান থেকে । ১৪-১৫ শতকের অপ্সরা, মধ্য ভারত থেকে । ১৪-১৫ শতকের শতকের সম্বন্দর, দক্ষিণ ভারত থেকে এবং ১৭-১৮ শতকের ব্রোঞ্জ নটরাজ, দক্ষিণ ভারত থেকে চুরি করে আমেরিকায় পাচার করা হয়েছিল ।।

