এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৯ অক্টোবর : ইসরায়েল ও প্যালেস্টাইন যুদ্ধ ক্রমশ জটিল আকার ধারন করছে । ইরান,তুরস্ক, লেবানন, জর্ডনের মত মুসলিম রাষ্ট্রগুলি ইসরায়েলকে চারদিকে ঘিরে আক্রমণ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে শোনা যাচ্ছে । বসে নেই আমেরিকাও । মার্কিন প্রতিরক্ষা দফতর ইসরায়েলের কাছে তাদের জাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা করে দিয়েছে ।
রয়টার্সের খবর অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন রবিবার রাতে বলেছেন যে ওয়াশিংটন বেশ কয়েকটি সামরিক জাহাজ এবং বিমান ইসরায়েলের কাছাকাছি নিয়ে আসবে।
অস্টিন আরও জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীকে সামরিক সরঞ্জামও দেবে।
এই মার্কিন কর্মকর্তার মতে, রবিবার থেকে গোলাবারুদ ও যুদ্ধবিমান পাঠানো ও মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন,’আমি পূর্ব ভূমধ্যসাগরের দিকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার টাস্ক ফোর্সের চলাচলের নির্দেশ দিয়েছি ।’
একই সময়ে, ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) মার্কিন এই পদক্ষেপকে “ফিলিস্তিনি জনগণের উপর হামলা ও হামলায় ওয়াশিংটনের প্রকৃত অংশগ্রহণ” বলে মনে করছে ।
তারা একটি বিবৃতিতে আমেরিকাকে সতর্ক করেছে,’এই অঞ্চলে আমেরিকান যুদ্ধজাহাজ পাঠালে আমরা ভয় পাই না এবং ওয়াশিংটনকে অবশ্যই এই ধরনের পদক্ষেপের পরিণতি বুঝতে হবে ।’ এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় দ্বিতীয়বারের মতো আশ্বস্ত করেছেন যে ওয়াশিংটন তেল আবিবকে পূর্ণ সমর্থন দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ও প্যালেস্টাইন যুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলি জড়িয়ে পড়লে ব্রিটেন,ফ্রান্স,ইতালি,অস্ট্রেলিয়াসহ বিশ্বের তাবড় শক্তিশালী দেশ ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যাবে । ফলে ভয়ঙ্কর এক যুদ্ধের মুখোমুখি হবে বিশ্ব ।
গত ৭ অক্টোবর শনিবার থেকে ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় ।সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, সংঘাতের শুরু থেকে ৮০০,এর বেশি ইসরায়েলি নিহত এবং অন্তত ২,১০০ জন আহত হয়েছে । প্রায় ৫০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা । নিহত ইসরায়েলিদের মধ্যে তিনজন আমেরিকান নাগরিক রয়েছে।
মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন যে ওয়াশিংটন এই সংঘর্ষে বেশ কয়েকজন আমেরিকানকে হত্যা ও অপহরণের প্রতিবেদন অনুসরণ করছে এবং তদন্ত করছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমাবর্ষণের ফলে ৭৮ শিশু এবং ৪১ জন মহিলা সহ কমপক্ষে ৪১৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩০০ জন আহত হয়েছে ।।