এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৫ আগস্ট : মাঙ্কিপক্সের কারনে দেশ জুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল আমেরিকা । খোদ প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা করে বলেন, ‘ক্রমবর্ধমান মাঙ্কিপক্সের সংক্রমণ রুখতে এবং ভ্যাকসিন বিতরণ ত্বরান্বিত করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ । এছাড়া পরীক্ষানিরীক্ষার ব্যবস্থার সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলিকে প্রশিক্ষিত করে তুলতে হবে । এই কারনে এই প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজ জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা ভীষণভাবে জরুরি ।’ তিনি জানিয়েছেন, মাঙ্কিপক্স মোকাবেলায় ফেডারেল সরকারের কোষাগার খুলে দেওয়া হবে । উল্লেখ্য, এযাবৎ আমেরিকায় প্রায় ৭০০০ জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছে । কিন্তু আমেরিকায় মাঙ্কিপক্সের ভ্যাকসিন থাকা সত্ত্বেও পরিস্থিতি মোবাবিলায় ব্যর্থ হয়েছে বাইডেন সরকার । সর্বত্র সমানভাবে ভ্যাকসিন পাওয়া যায়না । ফলে দ্রুত হারে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ । আর তার ফলে সরকারের উপর ক্ষুব্ধ দেশবাসী ।
এদিকে জাতিসংঘ ইতিমধ্যে মাঙ্কিপক্সকে মহামারী হিসাবে ঘোষণা করে দিয়েছে । এনিয়ে বিশ্বের সমস্ত দেশগুলিকে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ । ভারতেও ঢুকে গেছে মাঙ্কিপক্স । এযাবৎ ৯ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ভারতে । আর এই সব কেসগুলি হল দিল্লি এবং কেরালার । কেরালার এক ব্যক্তির মৃত্যুও হয়েছে মাঙ্কিপক্সে ।।