এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,৩০ ডিসেম্বর : ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সমর্থক এক জিহাদিকে গ্রেফতার করেছে আমেরিকা । মার্কিন পুলিশ নিউজার্সির বাসিন্দা কারিম নাসর (২৩) নামে ওই জিহাদিকে কেনিয়া থেকে পাকড়াও করেছে বলে জানা গেছে । কুখ্যাত ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন আল শাবাব গোষ্ঠীতে নাম লেখাতে সে সোমালিয়া যেতে চেয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ । সন্ত্রাসী কারিম নাসরকে গত ১৪ ডিসেম্বর কেনিয়ার নাইরোবি থেকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ দায়ের করা হয়েছে ।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে নাসরকে ২০ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে । শুক্রবার মার্কিন প্রসিকিউটররা জানান, মূলত এফবিআইর হাতে ধরা পড়েছে গার্ডেন স্টেট নিউজার্সির মুসলিম যুবক নাসর। তিনি কয়েকদিন মিসরে বসবাস করার পর সেখান থেকে কেনিয়া গিয়েছিল সে ।
মার্কিন ফেডারেল প্রসিকিউটররা জানান, হামাস দ্বারা অনুপ্রাণিত হয়েই মার্কিন নাগরিক কারিম নাসর আফ্রিকান সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-শাবাবে যোগ দিতে চেয়েছিল । এফবিআইয়ের এক সোর্সের কাছে সে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে সহিংস হামলা চালানোর ইচ্ছার কথা জানিয়েছিল ওই ইসলামি জিহাদি যুবক ।
জানা গেছে,এফবিআই সোর্সকে কারিম নাসর বলেছে যে গত ৭ অক্টোবরের ইসরায়েলে হামাসের বর্বরোচিত নৃশংস হামলার পর, আমি অনুভব করেছি যে কিছু পরিবর্তন ঘটে গেছে। আমি বলতে চাইছি সে আমি অনুভব করছি মুসলমানদের গৌরব ও মর্যাদা ফিরে এসেছে ।
এফবিআইয়ের ওই সোর্স জানান, এর পরই নাসর মিসর হয়ে কেনিয়া চলে যায় । সেখান থেকে সে সোমালিয়ায় আল-শাবাব সন্ত্রাসী গোষ্ঠির সঙ্গে যুক্ত হয়ে ট্রেনিং নেওয়ার চেষ্টা করছিল। তার আগেই ১৪ ডিসেম্বর কেনিয়ার আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে গ্রেপ্তার হয় ওই জিহাদি ।।