এইদিন ওয়েবডেস্ক,সুদান,২৩ এপ্রিল : সুদান থেকে দূতাবাসের সমস্ত কর্মীদের দেশে ফিরিয়ে আনল আমেরিকা । মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সমস্ত কর্মচারীরা সুদানের দূতাবাস ছেড়ে চলে গেছে, পাশাপাশি অন্যান্য দেশের বেশ কয়েকজন কূটনৈতিক কর্মচারীকেও সুদান থেকে উদ্ধার করে আনা হয়েছে । মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট জন বাস জানিয়েছেন,দুই বাহিনীর মধ্যে সংঘাত সুদানকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে । যে কারনে এখন পর্যন্ত সুদানে তাদের দূতাবাস থেকে ১০০ জনেরও বেশি কর্মীকে সরাতে বাধ্য হতে হয়েছে । তবে তিনি আরও জানান যে এখনো উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান স্থানীয় কর্মচারী খার্তুমে রয়ে গেছে ।
উল্লেখ্য, সুদানের শাসক পরিষদের দুই প্রাক্তন নেতার নেতৃত্বাধীন বাহিনী গত সপ্তাহান্তে ক্ষমতার জন্য হিংসাত্মক যুদ্ধ শুরু করেছে । ঈদুল ফিতর উপলক্ষে ওয়াশিংটন বারবার যুদ্ধবিরতি বাড়ানোর জন্য দু’পক্ষকে অনুরোধ করেছিল । কিন্তু আমেরিকার সেই অনুরোধে কান দেয়নি কেউই । এখন পর্যন্ত সুদানে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ।।