এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ নভেম্বর : বাংলাদেশের হিন্দুদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় ভারতের তথাকথিত মানবতাবাদীদের মুখোশ খুলে যাচ্ছে । ভারতের মুসলিমদের উপর অত্যাচার নিয়ে এতদিন যারা ‘হিন্দুত্ববাদীদের’ বেপরোয়া নিশানা করত, আজ বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে তারা আশ্চর্য রকম চুপ । এমনই এক তথাকথিত মানবতাবাদী হলেন নোবেল জয়ী বাঙালি অমর্ত্য সেন । গত ৫ই আগস্ট থেকে বাংলাদেশের হিন্দুদের উপর ঘটেছেলা নির্যাতন নিয়ে অমর্ত্য সেন আজ পর্যন্ত একটা শব্দ পর্যন্ত ব্যয় করেননি । যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল । তিনি অমর্ত্য সেনের ছবিতে তার কিছু পূর্বের বক্তব্য কোট করে পোস্ট করেছেন । যেখানে নোবেল জয়ী এই বাঙালি না কি বলেছিলেন,’ধর্মীয় ভাবধারায় ভারতের মত সংকীর্ণতা বাংলাদেশের নেই‘ । এছাড়া ২০১৯ সালের ২৮ শে অক্টোবর বাংলাদেশের পত্রিকার একটি বাক্যাংশ কোট করেছেন অগ্নিমিত্রা । তাতে অমর্ত্য সেনের বক্তব্য হল,’হিন্দুত্ববাদী ভাবধারায় যে ধরনের সংকীর্ণতা রয়েছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে সেরকমটি নেই ।’
এরপর অমর্ত্য সেনের উদ্দেশ্যে অগ্নিমিত্রা পাল লিখেছেন, ‘মাননীয় অমর্ত্য সেন,আপনি জানেন নিশ্চই এই মুহূর্তে বাংলাদেশে কী হচ্ছে? না জানার কোনও কারণ নেই। বিশ্ব জানে। মুখ খুলুন। মৌলবাদ নিয়ে আপনার বহু বক্তব্য আমি শুনেছি। এবার আপনি কিছু বলবেন না?’