না পাওয়ার গল্পগুলো তো রোজ শহরের আনাচেকানাচে সহজেই লেখা হয়
নূহের প্লাবনে কতো গল্পতো প্রতিদিন মুছে যায়…
আমরা না হয় পাওয়ার গল্প লিখি।
সে,ও,তারা মিলে যারা প্রতিদিন হোঁচট খাচ্ছে.. মুখ থুবড়ে হারতে থাকছে
মধ্যস্ততা আর আপোষের হাতে জীবন সঁপছে
আমরা না হয় তাদের জেতার গল্প শেখাই।
সুখী গৃহকোণ রঙিন পর্দা শোঅফের প্রেম ভুলে
দর্মার ঘরে ভাঙা ঝুপড়িতে দুবেলা দুমুঠো ভাতে
জাফরী কাটা আলোয়
আমরা না হয় ভালোবাসা আঁকি।
চকচকে জুতো দামী ব্যাগ আর স্কুলবাসের সাথেই
আমরা না হয় কুয়াশা সরিয়ে সব নিষেধাজ্ঞা তুলে
অন্ধকার ঠিকানাগুলোতেও সরস্বতীর আরাত্রিকা জ্বালাই।
রক্তের হোলি কফিনের সারি মোমের মিছিলে
দুদিনের শোকে সবটুকু ভুলে
সুখঘুমে ডোবা নিষ্পৃহতাকে
আমরা না হয় উজ্জীবিত করি।
চলো না ধূসর পৃথিবীটাকে
জোনাকির নীলকান্ত মণিতে সাজাই…
রামধনু আঁকি….
মরাসোঁতায় প্লাবন আনি
খেরোর খাতার সব হিসেব মিলিয়ে দিয়ে
একটা ভালোবাসার পৃথিবী গড়ি…
বলো না…রাজি তো?
যদি রাজি…
তবেই বলব
“ভালোবাসি ভালোবাসি ভালোবাসি” ।।