এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩০ এপ্রিল : বছরের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র আল্লু অর্জুন অভিনীত “পুষ্প ২ : দ্য রুল” ঘিরে প্রবল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে । দর্শকদের বিনোদনের জন্য কোনো খামতি রাখতে চাইছেন না নির্মাতারা । আল্লু অর্জুনের “পুষ্পা” সিরিজের পুষ্প: দ্য রাইজ – পার্ট ওয়ান , সারা দেশে একটি বিশাল হিট ছিল । দেশে বিদেশে আল্লু অর্জুনের স্টাইল ও ছবির গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে । ফলে দ্বিতীয় কিস্তির সিক্যুয়েল নিয়ে অনেক আশা আছে । দ্বিতীয় কিস্তির সম্ভাবনা উপলব্ধি করে নির্মাতারা কোনো কমতি রাখছেন না । আর একটি অনন্য পদক্ষেপে নিয়েছেন নির্মাতারা । বলা হয়েছে যে “পুষ্প ২ : দ্য রুল” বাংলা ভাষাতেও মুক্তি পেতে চলেছে ৷ এটিই প্রথম প্যান-ইন্ডিয়ান চলচ্চিত্র যেটি বাংলা ভাষায় মুক্তি পাবে ।
সাধারণত, প্যান-ইন্ডিয়া ছবিগুলি এখন পর্যন্ত, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। পুষ্প ২ এই নিয়মটি ভেঙেছে কারণ এটি ভারতে ছয়টির মতো ভাষায় মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় সঙ্গীত রচয়িতা দেবী শ্রী প্রসাদ । মিড-ডে-কে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন যে এই সংস্করণে অতীতের সাউন্ডট্র্যাক থেকে আলাদা কিছু করার চেষ্টা করা হয়েছে । পাশাপাশি তিনি বলেন,আমরা বাংলায় ছবিটি নির্মাণ করছি, তাই আমাদের ছয়টি ভাষায় ডাব করা হচ্ছে । সেই কারনে গানগুলো তৈরি করতে আমার দুই মাসেরও বেশি সময় লেগেছে কারণ গানগুলো তৈরি করতে আমাকে প্রতিটি ভাষার গীতিকারদের সঙ্গে বসতে হয়েছে।’
এক সপ্তাহ আগে, খবর ছিল যে জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস বাংলা সংস্করণে গান গাইবেন। যদিও তিমির নিজে বিষয়টি স্পষ্ট করেননি । এদিকে, পুষ্প ২ : দ্য রুলের নির্মাতারা সম্প্রতি একটি বিশাল আন্ডারওয়াটার সিকোয়েন্স শ্যুট করেছেন। গতকাল, ফিল্মের পোলিশ সিনেমাটোগ্রাফার মিরোস্লো ব্রোজেক ইনস্টাগ্রামে ফিল্মের সেট থেকে একটি কৌতূহলী ছবি আপলোড করেছেন । ছবিটি ১৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে।।

