এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৫ জানুয়ারী : নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি জবরদখলের অভিযোগ উঠল । জমি ফিরিয়ে দিতে মঙ্গলবার অমর্ত্য সেনকে একটি চিঠি পাঠিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ । শান্তিনিকতনে অমর্ত্য সেনের ‘প্রতীচী’র ঠিকানায় পাঠানো চিঠিতে বলা হয়েছে,’সার্ভে করার পর দেখা গেছে সুরুল মৌজার (জেএল নম্বর ১০৪) অন্তর্গত এলআর প্লট নম্বর ১৯০০/২৪৮৭ এবং আরএস প্লট নম্বর ১৯০০/২৪৮৭-এর ১৩ ডেসিম্যাল পরিমান জায়গা আপনি অবৈধভাবে দখল করে রেখেছেন । ওই জায়গাটি স্বর্গীয় আশুতোষ সেনকে ২৭/১০/১৯৪৩ সালে লিজ দেওয়া হয়েছিল এবং ২০০৬ সালে জায়গাটি আপনার নামে মিউটেশন করা হয়েছে । তাই অবিলম্বে ওই জায়গাটি বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হচ্ছে । আপনি চাইলে আপনার আমিন বা আইনজীবীর উপস্থিতে ফের জমির মাপজোক করাতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।’
জানা গেছে,ইতিপূর্বেও ওই জমি ফেরত দেওয়ার জন্য অমর্ত্য সেনের কাছে দাবি জানিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । এনিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগপত্রও পাঠানো হয়েছিল । কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্যের পাশে দাঁড়ানোয় বিষয়টি ধামাচাপা পড়ে যায় । ফের একবার জমি ফেরতের জন্য উঠেপড়ে লেগেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । জানা গেছে,চিঠি পাঠানোর দিন অর্থাৎ মঙ্গলবার ‘প্রতীচী’তেই ছিলেন অমর্ত্য সেন । তবে বুধবার সকাল পর্যন্ত চিঠির বিষয়ে তাঁর কোনো মন্তব্য সামনে আসেনি ।।