দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০১ আগস্ট : জমিতে সদ্য ধানের চারা রোপন করা হয়েছিল । সেই ধান গাছ খাচ্ছিল বেশ কিছু কৃষক । আর তার প্রতিবাদ করার জন্য ওই কৃষককে ধারাল অস্ত্র দিয়ে নৃসংশভাবে কোপানোর অভিযোগ উঠল কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার মৌগ্রামে । অরূপ কুমার মণ্ডল নামে ওই কৃষক ডান হাতে মারাত্মক চোট পেয়েছেন । বর্তমানে তিনি কলকাতায় চিকিৎসাধীন । আহতের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল এই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় এফআইআর রজু করেছেন । অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজকুমার ঘোষ, পৈরাগ ঘোষ এবং ,মিঠুন ঘোষ । ধৃতরা প্রত্যেকেই মৌগ্রামের বাসিন্দা । রবিবার রাতে গ্রেফতারের পর সোমবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাদের দুদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
জানা গেছে,মৌগ্রামের পশ্চিমপাড়ায় বাড়ি পেশায় কৃষক অরূপ কুমার মণ্ডলের । ঘটনাটি ঘটে রবিবার বিকেলের দিকে । অরূপবাবুর স্ত্রী সুপ্রিয়া মণ্ডল জানিয়েছেন,মৌগ্রামে সাঁকোর পাশে তাঁদের একটি জমিতে সদ্য ধান গাছের চারা রোপন করা হয়েছিল । ঘটনার দিন বিকেলের দিকে তাঁর স্বামী মাঠে গিয়ে দেখেন কয়েকটি গবাদি পশু জমিতে নেমে ধানের চারা গাছ নষ্ট করে দিচ্ছে । এনিয়ে কয়েকজন প্রতিবেশীর সঙ্গে তাঁর বচসা হয় । এরপর তিনি গবাদি পশুগুলি তাড়িয়ে দিয়ে বাড়ি চলে আসেন । কিন্তু কিছুক্ষণ পরে ফের মাঠে গিয়ে তাঁর স্বামী দেখেন ফের বেশ কয়েকটি গবাদিপশু জমিতে নেমে ধানের চারা নষ্ট করছে । এরপর তিনি পশুগুলিকে তাড়াবার চেষ্টা করতেই কয়েকজন মিলে তাঁর স্বামীর উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে । ধারালো অস্ত্র দিয়ে ডান হাতে কোপ বসিয়ে দেয় ।
জানা গেছে,ঘটনার পর আহত অরূপ মণ্ডলকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে । কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান থেকে তাঁকে কলকাতায় রেফার করে দেওয়া হয় । পুলিশ জানিয়েছে,বাকি ৩ অভিযুক্ত পলাতক । তাদের সন্ধান চলছে ।।