দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১১ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে খড়ি নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছিল । বুধবার রাতে গোপন সুত্র থেকে খবর পেয়ে ভাতার থানার ঝিকরডাঙ্গা গ্রামের কাছে খড়িনদীর ঘাটে আচমকা হানা দিয়ে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করল পুলিশ । অবশ্য তার আগেই ট্রাক্টরের চালকসহ বাকি লোকজন চম্পট দেয় । পুলিশ ট্রাক্টরের মালিক, চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা করেছে ।
জানা গেছে,ভাতারের খড়ি নদীতে বালি তোলার জন্য বর্তমানে প্রশাসনিকভাবে কোনও অনুমতি দেওয়া হয় না । সেই কারনে কোথাও কোনও বৈধ বালিঘাটও নেই । কিন্তু কিছু দিন যাবৎ ঝিকরডাঙ্গা গ্রামের কাছে খড়িনদীর ওই ঘাট থেকে বালি তুলে রাতের অন্ধকারে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ । এই পাচার চক্রে স্থানীয় কয়েকজন গ্রামবাসী জড়িত বলে জানতে পেরেছে পুলিশ ৷ পুলিশ সুত্রে খবর,সাধারনত দিনের বেলায় নদী থেকে বালি তুলে জড়ো করে রাখা হত । তারপর রাতের অন্ধকারের সুযোগে সেই বালি ট্রাক্টরে চাপিয়ে পাচার করে দেওয়া হত । বালি পাচারচক্রে যুক্তদের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভাতার থানার ওসি সৈকত মণ্ডল ।।