এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ মার্চ : মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন কাটোয়ার এক নৃত্যশিল্পী । মৃতার নাম চুমকি ঘোষ দেবনাথ (৩২) । শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভা এলাকার নন্দলাল বসু রোডে শ্বশুরবাড়ি থেকে ওই বধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতার বাপেরবাড়ির অভিযোগ, বিয়ের দশ বছর পরেও সন্তান না হওয়ায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনের শিকার হতে হত চুমকিকে । তারই জেরে সে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
পরিবার সূত্রে জানা গেছে, চুমকি দেবনাথের বাপের বাড়ি কাটোয়ার ছোটলাইন পাড়ায় । তিনি নৃত্য প্রশিক্ষণের একটি স্কুল চালাতেন । কাটোয়ার নন্দলাল বসু রোডের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সোমনাথ ঘোষের সঙ্গে বছর দশেক আগে
তাঁর প্রেম বিবাহ হয়েছিল ।
মৃতার বাবা দিলীপ দেবনাথের অভিযোগ, বিয়ের দশ বছর পরেও আমার মেয়ের কোনও সন্তান হয়নি । সেই অপরাধে চুমকির শ্বশুর শ্বাশুড়ি তার ওপর অত্যাচার করত । আর এই কারনে আমার মেয়ে বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে শুতে চলে যান ওই বধু। তারপর তিনি আর দরজা খোলেননি । এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় । তখন বধুর শ্বশুরবাড়ির লোকজন বধুর খোঁজ নিতে গিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় । খোঁজ নিতে এত দেরি কেন করা হল এনিয়ে প্রশ্ন তুলেছেন চুমকিদেবীর বাপের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ।।