এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জুলাই : পঞ্চায়েতের ভোটগ্রহণ চলাকালীন এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । ঘটনাটি ঘটেছে কাটোয়া-২ ব্লকের নন্দীগ্রামে । মৃতের নাম গৌতম রায়(৫৬) । তিনি নন্দীগ্রামে ২৬২ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন । ঘটনার বিবরণে জানা গেছে,নন্দীগ্রামে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বুথ করেছিল । দুপুর নাগাদ তৃণমূল কর্মীরা খেতে চলে গেলে বুথটি ফাঁকা পড়ে থাকে । সেই সময় কিছু সিপিএমের কর্মী এসে তৃণমূলের বুথে এসে বসে । বিষয়টি নজরে পড়তে গৌতমবাবু প্রতিবাদ করেন । এনিয়ে সিপিএমের কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয় । তারই মাঝে সিপিএমের কর্মীরা গৌতমবাবুর উপর চড়াও হয়ে চড়থাপ্পড় মারে বলে অভিযোগ । মারধরের জেরে গৌতমবাবু উলটে পড়ে যান ।
জানা গেছে,ঘটনার পর গৌতম রায় বাড়ি চলে যান । কিন্তু বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ বোধ করেন । এরপর পরিবারের লোকজন তাঁকে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । নিহতের ছেলে রাহুল রায়ের অভিযোগ, ‘সিপিএম কর্মীদের মারধরের জেরেই আমার বাবার মৃত্যু হয়েছে ।’ এনিয়ে তিনি থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে সিপিএম । পঞ্চায়েতের ভোটগ্রহণ চলাকালীন এনিয়ে রাজ্যজুড়ে বিকেল ৪ টে পর্যন্ত মৃত্যু হয়েছেন মোট ১৩ জনের ।।