দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২১ জানুয়ারী : বেআইনিভাবে পুকুর ভরাট করে বাড়ি নির্মানের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বেলাড়ি গ্রামে । যদিও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর নির্মান কাজ বন্ধ করে দিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর । বেলাড়ি গ্রামের পালপাড়ার কাছে বড়ালপুকুর নামে একটি জলাশয়কে বুজিয়ে গৃহনির্মাণ ঘিরেই বিতর্কের সূত্রপাত । জানা গেছে, পুকুরটিতে অনেক শরিক রয়েছে । দীর্ঘদিন ধরে পুকুরটিতে মাটি ফেলে ভরাট করে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল । বছর দুয়েক আগে পুকুর ও পুকুরের পাড় নিয়ে মোট ৭ কাঠা পরিমান অংশ কিনেছিলেন স্থানীয় বাসিন্দা দুখাই রায় । তারপর থেকেই তিনি পুকুরে নিজের অংশ মাটি ফেলে ভরাট করতে শুরু করেন । সমর হাটি নামে আরও এক শরিকের মধ্যেও একই প্রবণতা লক্ষ্য করা যায় । কিন্তু সম্প্রতি দুখাইবাবু নিজের ভরাট করা অংশে পিলার তুলে গৃহনির্মাণের কাজ শুরু করলে ভূমি দপ্তরের দ্বারস্থ হয় স্থানীয় গ্রামবাসী । এরপর দপ্তর থেকে তদন্তের পর নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ।
আউশগ্রাম-১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সব্যসাচী দাস বলেছেন,সম্প্রতি বেলাড়ি গ্রামে বেআইনি পুকুর ভরাটের একটি অভিযোগ পেয়েছিলাম আমরা । তার ভিত্তিতে পুকুরটি পরিদর্শন করা হয়েছিল । যারা বেআইনিভাবে নির্মাণ কাজ করছিলেন তাদের বন্ধ রাখতে বলা হয়েছে । এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’।