এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৮ জুলাই : যাত্রী সেজে গাড়ি ভাড়া করার পর ওই গাড়িটি হাইজ্যাকের অভিযোগ উঠেছিল । গাড়ি চালকের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । ধৃতদের নাম নূর হাসমত মির্জা ওরফে ভুটান, রানা মেটে, এবং মীর আমির আলি ওরফে জুয়েল আলি । ধৃতদের মধ্যে প্রথম দুজন মঙ্গলকোটের ঝিলুগ্রামের বাসিন্দা । তৃতীয় জনের বাড়ি বীরভূম জেলার নানুর থানার মুরুন্ডি গ্রামে । তবে গাড়ি হাইজ্যাককারীরা গ্রেফতার হলেও গাড়িটি উদ্ধার করতে পারেনি পুলিশ । রবিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।
পুলিশ সূত্রে জানা গেছে,গাড়ি চালক শেখ সাজু’র দাবি অনুযায়ী ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার । গাড়ি চালকের বাড়ি বর্ধমান থানার দুবরাজদিঘি এলাকায় । তিনি পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,ওই দিন তিনি বর্ধমান রেলস্টেশন সংলগ্ন এলাকায় গাড়িটি রেখে যাত্রীর জন্য প্রতিক্ষা করছিলেন । সেই সময় এক অপরিচিত যুবতী মঙ্গলকোটের পালিশগ্রামে আসার নাম করে তাঁর গাড়িটি ভাড়া করে । তারপর তিনি যুবতীকে নিয়ে পালিশগ্রামের উদ্দেশ্যে রওনা হন । কিন্তু ঝিলু মোড়ে একটি মদের দোকানের কাছাকাছি আসতেই ওই মেয়েটি গাড়িটি দাঁড় করানোর জন্য বলে ।
গাড়ি চালকের অভিযোগ, সেই সময় আশেপাশে অপেক্ষা করছ দুই অপরিচিত যুবক । তিনি গাড়ি নিয়ে দাঁড়াতেই ওই দুই যুবক চলে আসে । তারপর তিনজনে মিলে তাঁকে মারধর করে গাড়ি কেড়ে নিয়ে পালিয়ে যায় । তিনি দু’দিন ধরে স্থানীয় লোকজনদের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি করেন । কিন্তু গাড়ির কোনও সন্ধান মেলেনি । শেষে তিনি পুলিশের দ্বারস্থ হন ।
জানা গেছে,গত শনিবার এনিয়ে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গাড়ি চালক শেখ সাজু । অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে পুলিশ । তারপর শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে প্রথমে ঝিলু গ্রামের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ । তাদের জিজ্ঞাসা করে হদিশ মেলে তৃতীয়জনের । পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হাইজ্যাক হওয়া গাড়ির সন্ধান চালানো হচ্ছে । পাশাপাশি এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে ।।