এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,৩১ ডিসেম্বর : সিপিএমের মিছিল লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠলো শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকার বেলশুলিয়া এলাকায় । বোমার স্প্লিন্টার লেগে প্রায় ১৮ জন সিপিএম কর্মী জখম হয়েছেন বলে সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে । আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে, দিল্লীর কৃষক আন্দোলনকে সমর্থনে এদিন খড়কাটা থেকে জামশুলি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল স্থানীয় সিপিএম নেতৃত্ব । মিছিল বেলশুলিয়ায় তৃণমূলের কার্যালয়ের সামনে আসতেই শাসকদলের কর্মী সমর্থকরা মিছিল লক্ষ্য করে ইঁট বৃষ্টি শুরু করে বলে অভিযোগ । বোমাবাজিও করা হয় । ঘটনাস্থলে পুলিশ থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের ।
সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক স্বপন ঘোষ বলেন,’এদিনের মিছিলের জন্য পুলিশের কাছে আগাম অনুমতি নেওয়া হয়েছিল । কিন্তু আমরা যাতে কর্মসূচি স্থগিত রাখি তার জন্য গতকাল থেকেই তৃণমূলী দূস্কৃতিরা হুমকি দেওয়ার পাশাপাশি বোমাবাজি করে আমাদের কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছিল । এরপর এদিন পুলিশের উপস্থিতিতে জনা আটেক তৃণমূল আশ্রিত দুষ্কৃতি ইঁট ও বোমা নিয়ে আমাদের মিছিলের উপর হামলা চালায় । আমাদের প্রায় ১৮ জন কর্মী জখম হয়েছেন।’ পাশাপাশি তিনি বলেন, ‘তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তাই ভয়ে আমাদের উপর এরকম ঘৃণ্য আক্রমণের পথ বেছে নিয়েছে।’
অন্যদিকে তৃণমূলের বিষ্ণুপুর ব্লক সভাপতি সুশান্ত মুখোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর পালটা অভিযোগ, ‘সিপিএমের লোকেরাই আমাদের অফিস ভাঙ্গচুর করেছে । আমাদের বিরুদ্ধে ওরা মিথ্যা অভিযোগ আনছে ।’।