এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ জুন : নূপুর শর্মার কথিত ধর্মনিন্দা বিতর্ক উত্তরোত্তর বেড়েই চলেছে । মুসলিম রাষ্ট্রগুলির পাশাপাশি এবার এনিয়ে আসরে নেমে পড়ল কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা । বিশ্বের শীর্ষস্থানীয় এই সন্ত্রাসবাদী সংগঠনটি একটি চিঠির মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছে তারা গুজরাট, উত্তরপ্রদেশ, মুম্বাই এবং দিল্লিতে ব্যাপক আত্মঘাতী হামলা চালাবে । ৬ জুন তারিখের ওই হুমকি চিঠিতে বলা হয়েছে,’আমরা গায়ে বিস্ফোরক বেঁধে ঝাঁপিয়ে পড়ব । যে ব্যক্তি নবীকে নিয়ে বিবৃতি দিয়েছে আমরা তাকে হত্যা করব ।’ তারা আরও বলেছে,’এবার মুম্বাই,ইউপি এবং গুজরাটের গেরুয়া সন্ত্রাসীদের পালা । অপেক্ষা করো ।’
এদিকে কানপুরে হিংসার চারদিন পর মঙ্গলবার কানপুর পুলিশ হর্ষিত শ্রীবাস্তব নামে বিজেপির এক যুব নেতাকে গ্রেফতার করেছে । তাঁর বিরুদ্ধে অভিযোগ, সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে নবী মুহাম্মদ সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন । তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ ।
প্রসঙ্গত,একটি টিভি চ্যানেলে জ্ঞানবাপী বিতর্কিত কাঠামো নিয়ে বিতর্কের সময় ইসলামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ পয়গম্বরের বিরুদ্ধে প্রাক্তন বিজেপি নেতা নূপুর শর্মা এবং নবীন জিন্দাল বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ । তারপর থেকে এই দুই নেতাকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে কট্টরপন্থী মুসলিমরা । দুই নেতাকে দল থেকে বহিষ্কারের পরেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে । দেশ ও বিদেশের কট্টরপন্থী মুসলিম সংগঠন, মুসলিম রাষ্ট্রগুলির পাশাপাশি দেশের কিছু রাজনৈতিক দল নিন্দার নামে বিতর্ককে আরও উসকে দিচ্ছে বলে অভিযোগ উঠছে ।।