এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৬ ডিসেম্বর : প্রথম ও দ্বিতীয় বর্ষের ফর্ম ফিলাপের শেষ দিনে ধুন্ধুমার কান্ড বেধে গেল মালদহের সামসি কলেজ ক্যাম্পাসে । শনিবার কলেজ খুলতেই কলেজে ঢোকার জন্য পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় । সেই সময় এক বহিরাগত ঢুকে সামসি কলেজের টিএমসিপি ইউনিটের সভাপতি তথা ওই কলেজেরই ভূগোল অনার্সের ছাত্র মিসবাহুল আলম জেমসকে মারধর করে বলে অভিযোগ । পরে ওই পড়ুয়াকে সামসি গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সামসি কলেজে চত্বরে । এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের শাস্তির দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় টিএমসিপির সদস্যরা । শেষে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
জানা গেছে,এদিন সামসি কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষের ফর্ম ফিলাপের শেষ দিন ছিল । স্বভাবতই ছাত্রছাত্রীদের প্রচুর চাপ ছিল এদিন । সেই সময় হারূন অল-রশিদ নামে ওই কলেজেরই এক প্রাক্তন ছাত্র লাইনে থাকা মেয়েদের ইভটিচিং করছিল বলে অভিযোগ । মিসবাহুল তার প্রতিবাদ করে । এই কারনে হারূন একটা লোহার রড দিয়ে মিসবাহুলের মাথায় আঘাত করে পালিয়ে যায় বলে জানা গেছে । রডের আঘাতে ওই পড়ুয়ার ডান দিকের চোখের পাশে কেটে যায় ।
জানা গেছে, এই ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে অনান্য পড়ুয়া আহত মিসবাহুলকে সঙ্গে করে সামসি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । এদিকে এই ঘটনার পর ক্ষিপ্ত পড়ুয়ারা কলেজে ক্যাম্পাসে মধ্যে বিক্ষোভ প্রদর্শন শুরু করে দেন । কলেজের প্রবেশদ্বারে প্রহরী থাকা সত্যেও এক বহিরাগত ঢুকে ছাত্রনেতার উপর কিভাবে হামলা চালালো তা নিয়ে প্রশ্ন তোলেন পড়ুয়ারা । ঘন্টা খানেক ধরে টিএমসিপির ছাত্র সংগঠনের ধরনা চলে । পরে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
এই বিষয়ে সামসি কলেজের টিআইসি তপন বর্মন বলেন, ‘অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন,বহিরাগত ছাত্র কিভাবে কলেজে ঢুকলো তা জানতে নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
এদিকে ঘটনার পর আক্রান্ত পড়ুয়া এনিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।।