এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ নভেম্বর : রেলের জায়গার উপর করগেট দিয়ে নির্মিত একটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে । ফলে চরম ঠান্ডার মধ্যে গৃহহীন হয়ে পড়েছে ওই বাড়ির লোকজন । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,কাটোয়া পুরসভার ২০ ও ১২ নম্বর ওয়ার্ডের মাঝ দিয়ে গেছে কাটোয়া ব্যান্ডেল শাখার রেললাইন । রেললাইনের দুই পাশেই রেলের জায়গায় বসবাস করছে বেশ কয়েকটি পরিবার । ওই পরিবারগুলির মধ্যে পেশায় শব্জি বিক্রেতা সুচিত্রা ঘোষদের সঙ্গে চম্পা দাসের পরিবারের মধ্যে বিবাদ চলছিল । দুই পরিবারের বাড়িই করগেট দিয়ে নির্মিত ।
জানা গেছে,দিন তিনেক আগে দুই পরিবারের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় । তখন সুচিত্রাদেবীর পরিবারের লোকজন চম্পাদেবীদের উপর হামলা চালায় বলে অভিযোগ । পালটা শুক্রবার সকালে সুচিত্রাদেবীর করকেটের ঘেরা বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ।
আর তারপর থেকেই ঘরছাড়া সুচিত্রাদেবীর পরিবারের সদস্যরা । সুচিত্রাদেবীর পুত্রবধু শ্বেতা ঘোষের কথায়, ‘শুক্রবার সকালে বেশ কিছু লোকজন এসে আমাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় । করগেট হাঁসুয়া,কুড়ুল দিয়ে আঘাত করে নষ্ট করে দেয় । ওই দলে বেশ কয়েকজন বহিরাগতও ছিল । ওরা আমার শাশুড়িকে বেদম মারধর করে । তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তারপর থেকে আমরা ভয়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছি ।’
পাশাপাশি তাঁর অভিযোগ, ‘হামলাকারীরা বলে গেছে তারা আমাদের বাড়ির জায়গার উপর একটি ক্লাব ঘর নির্মান করবে । তাই আমাদের ওই জায়গা খালি করার জন্য তারা হুঁশিয়ারি দিয়ে গেছে । বিষয়টি পুলিশকে জানিয়েও কোনও সুরাহা হয়নি । এদিন সকাল থেকে ওদের পরিবারের লোকজন আমাদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল । বর্তমানে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি ।’ অন্যদিকে চম্পা দাসের পালটা অভিযোগ সুচিত্রা ঘোষরাই প্রথমে তাঁদের উপর হামলা চালিয়েছিল । এই ঘটনায় এক পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কাটোয়া থানার পুলিশ ।।