শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৮ মে : করোনা বিধির মাঝেই বিজেপির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুটশুড়ি বাজার এলাকায় । বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁদের কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে টিভিসহ বিভিন্ন জিনিষপত্র লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা । পাশাপাশি কার্যালয়ের অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । ভেঙে ফেলা হয় দরজা । বিজেপি নেতৃত্ব জানিয়েছে এনিয়ে তাঁরা থানায় অভিযোগ দায়ের করবেন । অন্যদিকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
জানা গেছে,পুটশুড়ি গ্রাম মন্তেশ্বর থানা এলাকার হলেও পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্ভুক্ত । পুটশুড়ি বাজারে কুসুমগ্রাম-পুটশুড়ি রোডের পাশেই রয়েছে বিজেপির কার্যালয়টি । ছিটেবেড়ার দেওয়াল ও অ্যসবেস্টসের ছাউনি দেওয়া ওই ছোট ঘরেই দলীয় কাজকর্ম পরিচালনা করতেন স্থানীয় বিজেপি কর্মীরা । ঘরটির মালিক পুটশুড়ি গ্রামের বাসিন্দা বিজেপির মঙ্গলকোট ৪২ নম্বর মণ্ডলের অবজার্ভার সঞ্জীব হাজরা । বিজেপির কার্যালয়ের উলটো দিকেই রয়েছে সঞ্জীববাবুদের মুরগির মাংস বিক্রির দোকান । জানা গেছে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সঞ্জীববাবু গ্রামছাড়া রয়েছেন । বন্ধ রয়েছে তাঁদের দোকান ও দলীয় কার্যলয়টি ।
এই বিষয়ে জানতে সঞ্জীববাবুকে ফোন করা হলে তিনি বলেন,’গত ২ মে ভোটের ফল ঘোষণার পরেই তৃণমূলের লোকজন আমাদের কার্যালয়ে তাঁদের দলীয় পতাকা টাঙিয়ে দিয়ে দখল নেয় । একইভাবে পতাকা টাঙিয়ে দখল নেয় আমাদের দোকান ঘরটির । পাশাপাশি দোকানে ভাঙচুর চালায় । দোকানের কম্পিউটারাইজড দাঁড়ি ও বাটখারাগুলি নিয়ে পালিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতিরা । ওই দিনে তৃণমূলের প্রচুর লোকজন আমাদের বাড়িতে গিয়ে চড়াও হয় । ওরা আমাকে প্রাণে মারার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে । তাই ভোট গননার দিন গননা কেন্দ্র থেকে বাড়ি না ফিরে প্রাণ বাঁচাতে আমি গোপন ঠিকানায় গিয়ে আশ্রয় নিই । তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের ভয়ে আজও আমি বাড়ি ফিরতে পারছি না । আমার আশঙ্কা বাড়ি ফিরলেই খুন হয়ে যাবো ।’
সঞ্জীববাবুর কথায়, ‘তৃণমূল দখল নেওয়ার পর আমাদের দলীয় কার্যালয় ও দোকানঘরটি পুনরুদ্ধারের অনেক চেষ্টা করা হয়েছিল । কিন্তু আমরা সফল হইনি । শেষে বৃহস্পতিবার রাতে খবর পাই আমাদের গ্রামের তৃণমূলের নেতা অক্ষয় মল্লিকের উদ্যোগে ৬-৭ জন তৃণমূল কর্মী পুটশুড়ি বাজারে পিকনিক করছে । কিছুক্ষণ পরেই খবর আসে ওরা আমাদের কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে এলইডি টিভি ও সিলিং ফ্যানটি নিয়ে পালিয়েছে । যাবার আগে কার্যালয়ের অ্যাসবেস্টসের ছাউনি ও দরজা ভেঙে দিয়ে গেছে ।’ তিনি জানিয়েছেন,এনিয়ে তাঁরা থানায় অভিযোগ দায়ের করবেন । যদিও শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সুত্রে জানা গেছে ।
অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা অক্ষয় মল্লিক বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন । তিনি বলেন, ‘দুর্যোগের কারনে আমাদের ছেলেরা সবাই গৃহবন্দি ছিল । এই অবস্থায় পিকনিক করার কোনও প্রশ্নই নেই । ঝড়ের কারনে বিজেপির কার্যালয়ের চাল ভেঙে যেতে পারে । তার দায় আমাদের উপরে চাপিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে বিজেপি।’ পাশাপাশি তিনি বলেন, ‘সঞ্জীব হাজরা গ্রামছাড়া থাকার মিথ্যা অভিযোগ করছে । বরঞ্চ উনি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছেন । দিন কয়েক আগে আমাদের দলের দুই কর্মী ওনার বাড়ির পাশ দিয়ে কোনও কারনে গিয়েছিল । তখন সঞ্জীব হাজরা ও তাঁর ভাগনা বগি,চাকু নিয়ে ওদের তাড়া করে । আমাদের দুই কর্মী প্রাণ বাঁচিয়ে সেখান থেকে কোনওভাবে পালিয়ে আসে । তারপর থেকে ভয়ে ওই এলাকা দিয়ে আমরা কেউ যেতে পারিনা ।’।