এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৩ মার্চ : স্থানীয় একটি ক্লাবে দলবল নিয়ে চড়াও হয়ে ভাঙচুরের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি ইনদাজুল শেখের বিরুদ্ধে । শনিবার রাতের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনার পর আউশগ্রামের ‘জাগরণ সোসাইটি’ নামে ওই ক্লাবের সম্পাদক তথা বিজেপি নেতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এনিয়ে আউশগ্রাম থানার অভিযোগ জানাতে গেলে তৃণমূলের অঞ্চল সভাপতি সেখানেও চড়াও হয়ে বিজেপি নেতাকে হুমকি দেখান বলে অভিযোগ । যদিও শেষ পর্যন্ত ৫ মূল অভিযুক্তসহ মোট ১৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চন্দ্রনাথবাবু । তবে রবিবার সকাল পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই ।
বিজেপি নেতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
শনিবার সন্ধ্যায় ক্লাব ঘরে বসে কয়েকজন ক্লাব সদস্য গল্পগুজব করছিলেন । কিছুক্ষণ তাঁদের সঙ্গে গল্প করার পর তিনি বাড়ি চলে আসেন । কিন্তু বাড়ি ফিরতেই তিনি খবর পান প্রায় ১৫ – ২০ জনের একটি দুস্কৃতীদল ক্লাবে চড়াও হয়ে প্রথমে ‘মানিক’ নামে একজনের খোঁজ করতে থাকে । তারপর তারা তুমুল ভাঙচুর শুরু করে । বাধা দিতে গেলে ক্লাবের সদস্যদের মারধর করা হয় ।
জানা গেছে, ক্লাবের অদুরেই আউশগ্রাম থানা । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । তারপর অভিযোগ দায়ের করার জন্য থানায় আসেন চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ,’আমরা থানায় আসার কিছুক্ষণ পরেই দলবল নিয়ে থানায় চলে আসেন ইনদাজুল শেখ । উনি আমাকে পুলিশের সামনেই রীতিমতো হুমকি দেখান । থানায় আসার আগে ওই দল ক্লাব ঘরে গিয়ে ফের এক প্রস্থ ভাঙচুর চালিয়ে আসে ।’ যদিও ইনদাজুল হকের দাবি,’ওরা নিজেরাই ঝামেলা করে ভাঙচুর করেছে । এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ।’।