দিব্যেন্দু রায়, কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ জুলাই : স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রীদের সই জাল করে লক্ষ লক্ষ টাকা লোন তুলে নেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃত মহিলাদের নাম বকুল চক্রবর্তী ও চুমকি সাহা । কাটোয়া ১ ব্লকের আলমপুর পঞ্চায়েতের বরমপুর গ্রামের বাসিন্দা ওই দুই মহিলা পঞ্চায়েতের কমিউনিটি সার্ভিস প্রোভাইডার বা মোটিভেটরের দায়িত্বে রয়েছেন । সোমবার তাঁদের গ্রেফতারের পর কাটোয়া মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতদের চারদিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
জানা গেছে,আলমপুর পঞ্চায়েতের বরমপুর ও দেবগ্রাম এই দুই গ্রাম মিলে ১৯ টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে । ওই গোষ্ঠীগুলির পরিচালনার দায়িত্ব রয়েছে মূলত বকুল চক্রবর্তী ও চুমকি সাহার উপর । অভিযোগ, নিজেদের পদাধিকার প্রয়োগ করে ও ব্যাঙ্কের একাংশকে হাত করে কয়েকটি গোষ্ঠীর দলনেত্রীদের সই জাল করে প্রায় ৪০ -৪৫ লক্ষ টাকা লোন তুলে আত্মসাৎ করেছেন ওই দুই মহিলা । সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীগুলির আ্যকাউন্ট থেকে কিস্তির টাকা কাটা শুরু হতেই বিষয়টি জানাজানি হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে,কয়েকদিন ধরেই এনিয়ে চাপানউতোর চলছিল । রবিবার সন্ধ্যায় গোষ্ঠীর বেশকিছু মহিলা বকুল চক্রবর্তী ও চুমকি সাহাকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় । লোনের টাকা ব্যঙ্কে পরিশোধের দাবি জানান বিক্ষোভকারীরা । খবর পেয়ে পুলিশ গিয়ে দুই মহিলাকে উদ্ধার করে আনে । পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করে পুলিশ ।
এই বিষয়ে কাটোয়া ১ বিডিও আসিফ ইকবাল বলেন,’বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কমিটির সদস্য ও পুলিশ যৌথভাবে তদন্ত করে দেখছে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা ।’।