এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ মার্চ : গত ৫ মার্চ নবদ্বীপ ধাম থকে বালুরঘাটগামী ১৩৪৩১ নম্বর বালুরঘাট এক্সপ্রেস ট্রেনের এক কামরায় আসনে বসে পাশের সহযাত্রী তরুনীর ভিডিও করছিল এক মুসলিম বৃদ্ধ । তারই প্রতিবাদে বৃদ্ধে মুহুর্মুহু চপেটাঘাত করেন ওই তরুনী । কোনো এক যাত্রী সেই ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দেয় । ২ মিনিট ১৩ সেকেন্ডের সেই ভিডিও নিজের ফেসবুক পেজে ভাগ করে রাজ্যের “নারী শক্তির” প্রশংসা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে তিনি নিরাপত্তা স্বার্থে ভিডিওতে মেয়েটির মুখ আবছা করে দেন ।
কিন্তু মহঃ জিম নওয়াজ(Md Zim Nawaz) এক ব্যক্তি সেই তরুণীর নাম প্রকাশ্যে নিয়ে এসে তাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ তুললেন বিজেপির যুবনেতা ও আইনজীবী তরুণ জ্যোতি পিয়ালী । তিনি মহঃ জিম নওয়াজের একটি পোস্টের স্ক্রীন শর্ট এক্স-এ শেয়ার করেছেন । যাতে লেখা হয়েছে,’নবদ্বীপ থেকে মালদাগামী রোজাদার বয়ঃজ্যোষ্ঠ ব্যক্তি মাফিকুল ইসলামকে আক্রমণকারী মেয়েটির নাম -***, বাবার নাম- **। গ্রাম+পোেস্ট+থানা-** ।’ তার কথায়, ‘আক্রমণের প্রধান কারণ মুসলিম বিদ্বেষ। ভিডিও করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। মেয়েটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি একাধিক জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি। একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই, রাজনৈতিক জনপ্রতিনিধিরা কতদূর কি করবেন জানি না, তবে মেয়েটিকে গ্রেপ্তার করা ছাড়া প্রশাসনের হাতে অন্য কোনো বিকল্প থাকা উচিত নয়।’
প্রতুত্তরে তরুনজ্যোতি লিখেছেন,’নবদ্বীপ ট্রেন কাণ্ড: দুর্গার থাপ্পড় কি অন্যায়? নবদ্বীপ লোকাল ট্রেনে এক ধর্মপ্রাণ দাড়িওয়ালা রোজদার লুকিয়ে লুকিয়ে মেয়েদের ভিডিও তুলছিল এবং অসভ্যতা করছিল। একজন সাহসী মেয়ে প্রতিবাদ করায় লোকটি তাকে উল্টে ধমক দিচ্ছিল। নিজের সম্মান বাঁচাতে মেয়েটি ওই বিকৃত মানসিকতার লোকটিকে কষিয়ে থাপ্পড় মারে । এখন উল্টে কিছু মোল্লা গোষ্ঠী মেয়েটির নাম-পরিচয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে। এরা মনে করে কি এটা কোনও ইসলামিক দেশ যেখানে শরিয়ত আইন চলবে?’
তিনি লিখেছেন,মনে রাখবেন, এটা ভারতবর্ষ । এখানে সংবিধান চলে, শরিয়ত নয় । কোনও ধর্মের নাম ভাঙিয়ে নোংরামির লাইসেন্স পাওয়া যায় না । যারা মেয়েটির পরিচয় ফাঁস করছে, তাদের গ্রেফতার করা হোক। যারা সেই দাড়িওয়ালার পক্ষ নিচ্ছে, তারা নিজেদের আব্বুর দেশে চলে যাক। পশ্চিমবঙ্গের মা-বোনেদের প্রতি বার্তা -নবদ্বীপের দুর্গার মতো হও।
তোমার সম্মান বাঁচাতে হাত তুলতে শেখো ।পুলিশ- প্রশাসন যখন বিক্রি হয়ে যায়, তখন নারীশক্তিই নিজের রক্ষক। পশ্চিমবঙ্গের মানুষ সাবধান।
পশ্চিমবঙ্গে Taharrush Gamea চালানোর নীল নকশা তৈরি হচ্ছে। আজ নবদ্বীপ, কাল হয়তো আপনার এলাকায়। Taharrush Gamea কি জিনিস না জানলে একটু google করে নেবেন। যেখানে অন্যায়, সেখানে প্রতিবাদ – এটাই মা দুর্গার শিক্ষা!
মনে রাখবেন আমার ঠাকুর যুদ্ধ করে, আমার ঠাকুর অস্ত্র ধরে।’তিনি ‘সাপোর্ট নবদ্বীপ গার্ল’,’বাংলার দুর্গা’,’নো শরিয়া ইন্ডিয়া’ ও ‘হিন্দু গার্ল রাইজ আপ’ প্রভৃতি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন৷।