এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৬ জানুয়ারী : উত্তর ২৪ পরগণা জেলার খড়দহে ভারত মাতার পূজা মন্ডপে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । খড়দহের রহড়া থানার ঢিল ছোড়া দুরত্বে বটতলা মোড়ের ওই মণ্ডপে রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতা শেখ রমজান আলির । তিনি নিজের ফেসবুক পেজে পুড়ে যাওয়া প্যান্ডেলের ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে । যদিও মূর্তিটি অক্ষত অবস্থায় আছে । বিজেপি নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচির একটা ভিডিও শেয়ার করেছেন তিনি । যেখানে কৌস্তুভকে এক পুলিশ কর্মীর সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতে শোনা গেছে ।
কৌস্তুভ বাগচি বলছেন,’আপনাদের প্রশাসন যেমন ….এর পিছনে ১০০ পার্সেন্ট জিহাদিদের হাত আছে । হিন্দুদেরকে তো এই ভাবেই আক্রান্ত করা হচ্ছে । হিন্দু বলে শুধু মার খাবে ? এবারে যদি হিন্দুরা আইন নিজের হাতে তুলে নেয় ? ৭০% যদি বাদবাকি ৩০% কে বুঝে নেয়,হাতে ডান্ডা নিয়ে যদি ছোটে এখন জিহাদের বসতির দিকে হাতে ? ল’এন্ড অর্ডার সিচুয়েশন থামাতে পারবেন ? হিন্দুরা শুধু মার খাবে ? কোন জায়গায় হিন্দুদের সম্মেলন করা যাচ্ছে না । আপনাদের দালাল কমিশনার, পিসি ভাইপোর জুতো চটি চাটে, একদম দালাল কমিশনার । হিন্দুদের কোন সম্মেলনে পারমিশন দেবে না, যেকোনো হিন্দুদের সম্মেলন করতে দেবে না…।’
শেখ রমজান আলি পুলিশের কাছে আবেদন জানিয়ে লিখেছেন,’আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খড়দহ বিধানসভার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা মোড়ে রহড়া থানার দেড় কিলোমিটার দূরে ভারত মাতার পূজা মন্ডপ টি পুড়িয়ে দিলেন তৃণমূলী দুষ্কৃতীরা! রহড়া থানার পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠিনতম কঠিন কঠোরতম শাস্তির দাবি জানাই!’ যদিও এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তিনি জানাননি ।।

