এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ জুলাই : আজ শনিবার সকালে পঞ্চায়েত ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন জেলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুললো বিজেপি । উত্তরবঙ্গের রায়গঞ্জের দুর্গাপুর অঞ্চলের বোষ্টমতলা বুথে ভোট শুরু হওয়ার আগেই তৃণমূল প্রার্থীর পক্ষে ভোট পড়ে যায় বলে অভিযোগ । কোচবিহার জেলার দিনহাটা-১ ব্লকের বোরোভিট প্রাথমিক বিদ্যালয়ের (Borovit Primary school) ভোটকেন্দ্র ভাংচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে । ডায়মন্ড হারবারে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে । এদিকে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ২৬৭ নম্বর বুথ,কেতুগ্রামের কান্দারা এবং ১৯২ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় ।
রায়গঞ্জ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের লোকজন ১৬৮ নম্বর বুথ থেকে প্রায় ২০০ টি ব্যালট পেপার শুক্রবার রাতে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । বেশ কিছু ব্যালট পেপারে তৃণমূলের প্রতীকে ছাপও দেওয়া হয়েছে বলে অভিযোগ ।
বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত ঠাকুর একটা ভিডিও পোস্ট করে লিখেছেন,’কোচবিহার জেলার দিনহাটা-১ ব্লকের অন্তর্গত বোরোভিট প্রাথমিক বিদ্যালয়ের (Borovit Primary school) টিএমসি আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে একটি ভোটকেন্দ্র ভাংচুর ও আগুন লাগানোর অভিযোগ রয়েছে ।৬/১৩০ নম্বর পোলিং অফিসার ভয়ে বুথ ছেড়ে পালিয়ে গেছেন ।’
তিনি আরও একটি ভিডিও শেয়ার করে পোস্ট করেছেন,’হ্যালো ইসি আইএসভিইইপি (ECISVEEP) ডায়মন্ড হারবারের আতঙ্ক দেখুন,ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্সগুলি ইতিমধ্যেই টিএমসি-র জন্য ভোটে ঠাসা হয়ে গেছে । ভোটগ্রহণ কর্মকর্তারা নীরব দর্শকে পরিণত হয়েছে ।’
বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য একটি ভিডিও সহ টুইট করেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গণতন্ত্রকে একটা তামাশায় পরিনত করে ফেলেছেন। ডায়মন্ড হারবারে, তার ভাইপোর লোকসভা কেন্দ্র, গ্রামবাসীরা নেত্রা পঞ্চায়েতের ৫ নম্বর বুথে স্ট্যাম্পযুক্ত ব্যালট পেপার খুঁজে পেয়েছে। টিএমসি গত রাতে বুথ দখল করেছে এবং ভোটদান সম্পন্ন করেছে । এসইসি আদালতের আদেশ অবমাননা করছে। নিরাপত্তা নেই, সিসিটিভি ক্যামেরা নেই…।’
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ভিডিও সহ টুইট করেছেন, ‘ভোটের নামে ছাপ্পা ভোট ! ভোটে জয়লাভ করার জন্য রাতের অন্ধকারে শাসকদল নিজেরাই ভোট দিলেন । সাধারণ মানুষের অধিকারেও লুঠ !’