এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ জুলাই : মালদা জেলার কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশী সন্দেহে বাংলাদেশে পুশ ব্যাক করার অভিযোগ উঠল রাজস্থান পুলিশের বিরুদ্ধে ৷ বাংলাদেশে পুশ ব্যাকের পর ওই যুবক তার বক্তব্যের ভিডিও ফেসবুকে পোস্ট করে । সেই ভিডিওতে যুবককে কাঁদতে দেখা গেছে । যুবক দাবি করেছে যে তার নাম আমির সেখ । তার বাড়ি কালিয়াচকের জালালপুর অঞ্চলের নারায়ণপুর গ্রামে । তারা দুই ভাই এক বোন । তাদের বাবা জিয়েন শেখ এবং মায়ের নাম রেনু বিবি ।
ভিডিওতে যুবক বলেছেন, ‘রাজস্থানের পুলিশ আমাকে ধরে জিজ্ঞেস করে : তোর আধার কার্ড আছে ? উত্তরে আমি বলেছিলাম : হ্যাঁ আছে। পুলিশ আধার কার্ড দেখার পর আমায় বলে : তোর দাদা-দাদী সহ পরিবারের যত জন সদস্য আছে সবারই পরিচয় পত্র দেখা । আমাকে বলছে তোর আইডি প্রুফ দেখা । ওই তরুণ জানায় যে তাকে দুদিন থানায় রাখার পর জেলে পাঠিয়ে দেয় । জেলে তাকে দু’মাস রাখা হয়। সম্প্রতি জেল থেকে ছাড়া পেলে তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় । এরপর বিয়ের দেব তাকে বাংলাদেশের ঢুকিয়ে দেয় ।
জানা গেছে,ওই যুবকের ভিডিও ভাইরাল হলে গত বুধবার তার পরিবারের নজরে আসে । পরিবার যুবককে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন । আজ শুক্রবার বিকালে নারায়ণপুর গ্রামে যুবকের বাড়িতে যান কালিয়াচক- ১নং ব্লকের বিডিও সত্যজিৎ হালদার। তিনি পরিযায়ী শ্রমিকের পরিবারবর্গের সঙ্গে কথা বলেন এবং উদ্ভুত সংকট দূরীকরণে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন । যুবকের পরিবার এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের দাবি করেছে ।।

