এইদিন ওয়েবডেস্ক,দারভাঙ্গা(বিহার),০৫ ফেব্রুয়ারী : পাকিস্তান বা বাংলাদেশ নয়,খোদ ভারতের বিহারের দারভাঙ্গা জেলার মুসলিম বহুল এলাকার একমাত্র হিন্দু পরিবারকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে । ওই হিন্দু পরিবারটিকে ধর্মীয় উৎসব পালন পর্যন্ত করতে দেওয়া হয় না এবং পরিবারটিকে গ্রাম থেকে উচ্ছেদের জন্য মারধর ও বাড়িতে আপত্তিকর জিনিস ছুড়ে উত্যক্ত করা হয় বলে অভিযোগ । ঘটনাটি দারভাঙ্গা জেলার ভালপট্টি ওপি থানা এলাকার মুরিয়া গ্রামের । আক্রান্ত হিন্দু পরিবারের সদস্য ভিকি কুমার সম্প্রতি তার প্রতিবেশী মোহাম্মদ গুড্ডু ও মোহাম্মদ লাড্ডুসহ তার পাঁচ ভাইয়ের বিরুদ্ধে জেলাশাসক ডিএম রাজীব রোশনের কাছে অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে । একটি বৈদ্যুতিক চ্যানেলের সাথে কথা বলার সময় ভিকি বলেন,’যারা আমাদের গ্রাম থেকে উচ্ছেদের চেষ্টা করছে, তারা নিজেরাই সরকারি জায়গা জবরদখল করে বসবাস করে । ওদের নিজেদের জায়গার কাগজপত্র নেই ।’ তিনি জানান,অভিযুক্ত মুসলিমরা দীর্ঘ দিন থেকেই তাদের গ্রাম থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছিল । কিন্তু বিগত ২-৩ বছর ধরে অত্যাচারের মাত্রা বেড়ে গেছে । এর আগেও বিষয়টি তিনি জেলা শাসককে জানিয়েছিলেন । তখন তদন্তেও আসা হয়েছিল কিন্তু মুসলিমদের অত্যাচার বন্ধ হয়নি ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,দারভাঙ্গার ভালপট্টি ওপি থানা এলাকার মুরিয়া গ্রামে বসবাস করেন রাজধন দেবী নামে এক মহিলা । মূলত ওই পরিবারটিকে গ্রামছাড়া চেষ্টা চালাচ্ছে মুসলিমরা । রাজধন দেবীর ছেলে ভিকি বলেন,’আমাদের সমস্যা হল, যে ২ নম্বর ওয়ার্ডে আমরা থাকি সেখানে একমাত্র আমরাই হিন্দু । বছরের পর বছর থেকে আমার দাদু,ঠাকুরদা এই গ্রামে বসবাস করে এসেছেন । কিন্তু এখন আমাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করা হচ্ছে । সেই উদ্দেশ্যে এমন কিছু আপত্তিকর জিনিস আমাদের বাড়িতে ছুড়ে ফেলা হচ্ছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না । মুসলিমরা হুমকি দিচ্ছে যে গ্রামে থাকতে হলে তাদের ধর্মীয় শ্লোগান দিতে হবে । আমরা নিজেদের ধর্মীয় উৎসব পর্যন্ত পালন করতে পারিনা ।’
ওই হিন্দু যুবক বলেছেন,’মুসলিমদের এই প্রকার চাপ সৃষ্টির কারনে আমি লেখাপড়া ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসে আছি । এলাকায় আরও কিছু হিন্দু পরিবার আছে, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারনে তারা ভয়ে মুখ খোলেনা, চুপচাপ অত্যাচার সহ্য করে যায় । আর মুসলিমরা হামলা চালালে দল বেঁধে আসে ।’ তিনি আরও বলেন,’বর্তমানে আমাদের পরিবারের তিন সদস্য । আমার দুই দাদা বাইরে থাকে । স্থানীয় মুসলিমদের একটাই লক্ষ্য আমাদের বাড়ির দখল নেওয়া ।’
মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভিকি জানান,’মহম্মদ গুড্ডু ও মহম্মদ লাড্ডুরা ৫ ভাই এবং তারা চায় তাদের পরিবার তাদের বাড়ি ছেড়ে চলে যাক। অথবা ইসলাম কবুল করুন। তিনি বলেছেন যে এখন আমার মনে হচ্ছে আমাদের সংবিধানে হিন্দুদের বেঁচে থাকার অধিকার নেই । প্রশাসনের যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।’
জেলা ম্যাজিস্ট্রেট রাজীব রোশন বলেছেন যে এই বিষয়ে একটি ছেলে আমাদের সাথে দেখা করতে এসেছিল। আবেদন পাওয়ার পর সদর মহকুমা আধিকারিককে অবিলম্বে গ্রামে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছেন যে মনে হচ্ছে বিষয়টি জমি জায়গা বিবাদকে কেন্দ্র করে ।।
https://x.com/MrSinha_/status/1754065802125533357?t=dvkjMdXDFwyYtdKAETjHaw&s=08