এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ,১৫ এপ্রিল : অক্ষয় কুমারের ‘স্পেশাল 26’ সিনেমায় প্রভাবিত হয়ে ভূয়ো সিবিআইয়ের দল গঠন করেছিল একটি চক্র । তবে তারা মূলত বিভিন্ন দোকানে হানা দিত । নামি ব্রান্ডের জাল পণ্য বিক্রির অভিযোগ তুলে দোকানদারদের জেলে পাঠানো হবে হলে শাসাতো ওই দুষ্কৃতীদল । তারপর দোকানদারের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে চম্পট দিন । এমনই একটি প্রতারণা চক্রের ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিহানি গেট থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ডাবরু আনন্দ, সঞ্জীব কুমার এবং উমেশ বনসাল । ধৃতদের মধ্যে বছর পঞ্চান্নের ডাবরু ওই দুষ্কৃতী দলের সর্দার । ধৃতদের কাছ থেকে কিছু জাল নথি ও ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
থানার ইনচার্জ বিজয় কুমার বলেন ‘ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে অক্ষয় কুমারের ‘স্পেশাল 26′ সিনেমায় তারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিল । তারা একসঙ্গে বেশ কয়েকবার দেখেছিল সিনেমাটা । বছর পাঁচেক আগে তারা সিনেমার কায়দায় ভূয়ো সিবিআই টিম গড়ে তোলে । প্রথম দিকে তারা মূলত ছোটো দোকানগুলিকে টার্গেট করত । নামি ব্রান্ডের নকল পণ্য সামগ্রী বিক্রির অভিযোগ তুলে দোকানদারকে কেস দিয়ে জেলে পাঠানোর হুমকি দিয়ে টাকা উসুল করতো । তবে যেখানেই তারা এই ধরনের ভুয়ো অভিযান চালাত, সেখানেই স্থানীয় এক ব্যক্তিকে তাদের সঙ্গে যোগ দিত ।’ তিনি জানিয়েছেন,ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চলছে ।।