শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৩ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে পুকুরের জলে বিষ মিশিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের কালশর গ্রামে । আজ রবিবার সকালে গ্রামের নতুন পুকুর পাড়ের বাসিন্দারা পুকুরের জলে কাতারে কাতারে মরা মাছ ভাসতে দেখেন । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । পুকুরটি ৩৩ জন ব্যক্তি মিলে ভাগে মাছ চাষ করেন বলে জানা গেছে । মাছ চাষিদের দাবি এই ঘটনায় ৪ থেকে ৫ লাখ টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের । এনিয়ে তারা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ।
জানা গেছে,কালশর গ্রামের প্রাথমিক স্কুলের কিছুটা পাশেই রয়েছে নতুন পুকুর নামে ওই পুকুরটি । বিঘে দশেক জলকর বিশিষ্ট ওই পুকুরটিতে একাধিক শরীক রয়েছে । পুকুর পাড়ে রয়েছে বেশ কয়েকটি পরিবার । প্রত্যেক পরিবারের মূল পেশা জনমজুরি । তাদের মধ্যে ৩৩ জন ব্যক্তি বিগত প্রায় ৫ বছর ধরে পুকুরটি লিজ নিয়ে চাষ করে আসছেন । এবারেও তারা লিজ নিয়েছিলেন ।
ভাগচাষী বেচারাম দাস বলেন,’বেশ কয়েকমাস আগে লাখ দুয়েক টাকা খরচ করে ৪ কুইন্টালের মত মাছ ছেড়েছিলাম । বর্তমানে মাছের ওজন ১০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত হয়েছিল । কিন্তু এদিন সকালে দেখি কে বা কারা পুকুরের জলে বিষ মিশিয়ে দিয়ে সব মাছ মেরে দিয়েছে । এতে আমাদের ৪ থেকে ৫ লাখ টাকা ক্ষতি হয়ে গেল ।’ তিনি আফসোস করে বলেন, ‘আমরা সবাই খেটে খাই । এখন অত টাকা ক্ষতিপূরণ কি করে করব জানিনা ।’
দেখুন ভিডিও 👇
স্থানীয় মহিলা ঝর্ণা মালিক,’এদিন সকাল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল । কিন্তু সকাল ৮ টার সময় পুকুরে বাসন ধুতে গিয়ে দেখি জলে কাতারে কাতারে মরা মাছ ভাসছে । তার মধ্যে কিছু মাছ খাবি খাচ্ছিল, কিছু মাছ বিষক্রিয়ায় সম্পূর্ণ পচে গিয়েছিল ।’
জানা গেছে,পুকুরের ভাগচাষিরা জীবিত মাছগুলি ধরে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন । পচা মাছগুলি জল থেকে তুলে ফেলে দেওয়া হয় । বেচারাম দাস জানিয়েছেন,এর আগেও একবার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়া হয়েছিল । তখনও অপরাধীদের কোনো হদিশ পাওয়া যায়নি । এদিনের ঘটনায় তারা মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান । যদিও পুলিশ জানিয়েছে,এদিন দুপুর পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি । অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ ।।