প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ জুন : স্বামীর মৃত্যুর জন্যে পূর্ব বর্ধমানের কালনার বিধায়ককে দায়ী করে কয়েকদিন আগেই মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন কাউন্সিলার। আর এবার কোভিড ভ্যাকসিনের কুপন না পাওয়ার জন্যে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগকে দায়ী করে অভিযোগ জমা পড়লো মহকুমা শাসকের কাছে। বিধায়কের বিরুদ্ধে এমনই চঞ্চল্যকর অভিযোগ এনেছেন দলেরই কালনা পৌরসভার একদল কাউন্সিলার । এমনকি পৌরসভার গুরুত্বপূর্ণ নথি বিধায়ক সরিয়ে ফেলতে পারেন বলেও ওই কাউন্সিলারা আশঙ্কা প্রকাশ করেছেন । বিধায়কের বিরুদ্ধে নিজের দলের কাউন্সিলারদের আনা এমন
অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে । যদিও বিধায়ক এইসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছেন।
কালনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শ্যামগঞ্জ পাড়ার বাসিন্দা তথা তৃণমূল নেত্রী কনিকা রাজবংশী প্রাক্তন তৃণমূল কাউন্সিলার । তিনি তাঁর স্বামী সোমনাথ রাজবংশীর মৃত্যুর জন্যে বিধায়ক দেবপ্রসাদ বাগকে দায়ী করেন ।এই বিষয়ে গত ১৪ জুন তিনি কালনার মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন ।এর পর কয়েকদিন কাটতে না কাটতে শুক্রবার দলেরই ৬ প্রাক্তন কাউন্সিলর বিধায়কের বিরুদ্ধে মহকুমাশাসকের কাছে লিখিত ভাবে নালিশ জানালেন ।
প্রাক্তন কাউন্সিলারদের অভিযোগ, বর্তমানে কালনা পৌরসভায় পৌরপ্রশাসক রয়েছেন । তা সত্বেও বিধায়ক দেবপ্রসাদ বাগ বেশিরভাগ সময় পৌরসভায় গিয়ে পৌরপ্রশাসকের চেয়ারে বসে থাকেন। এমনকি বর্তমানে বিধায়ক পৌরপ্রশাসকের পদে না থেকেও পৌরসভার সব বিষয়ের সিদ্ধান্ত নিচ্ছেন।
প্রাক্তন কাউন্সিলার সুনীল চৌধুরী অভিযোগে বলেন,“বিধায়ক তাঁর মনোনিত ব্যক্তিদের দিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাজ পরিচালনা করছেন।কাউন্সিলারদের আনা অভিযোগের
শেষ এখানেই নয় ।কাউন্সিলাররা বিধায়কের বিরুদ্ধে করোনা ভ্যাকসিনের কুপন প্রদানেও নিয়ম না মানার অভিযোগ এনেছেন । কাউন্সিলারদের অভিযোগ ,ভ্যাকসিনের কুপন পাওয়ার জন্যে অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কুপন পাচ্ছেন না।অথচ লাইনে না দাঁড়িয়েও ভ্যাকসিনের কুপন পেয়ে যাচ্ছেন বিধায়কের মনোনীত ব্যক্তিরা। পৌরসভার গুরুত্বপূর্ণ নথি বিধায়ক দেবপ্রসাদ বাগ সরিয়ে ফেলতে পারেন বলেও কাউন্সিলাররা আশঙ্কা প্রকাশ করছেন ।
কাউন্সিলাররা এমন অভিযোগ আনলেও বিধায়ক দেবপ্রসাদ বাগ জানিয়েছেন,’ বিশেষ উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে এইসব অভিযোগ আনা হয়েছে।যারা বিধানভা ভোটের সময়ে দলের বিরুদ্ধে কাজ করেছে তাঁরাই এখন এই সব অভিযোগ আনছেন । বিধায়ক বলেন ,ভোটে তিনি জয়ী হওয়াটা ওরা সহ্য করতে পারছে না বলেই তাঁর বিরুদ্ধে শুধু চক্রান্ত করছে ।’।