এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতারে সড়কপথের ধারে গাছ কেটে পাচারের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ উঠল খোদ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে । আজ রবিবার ভাতার থানার সেলেণ্ডা গ্রামের কাছে বলগোনা মালডাঙ্গা সড়কপথের ধারে কয়েকটি গাছ কেটে পাচারের সময় স্থানীয় গ্রামবাসীরা রুখে দাঁড়ায় । পরে খবর পেয়ে বনকর্মীরা গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয় । এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বলগোনা অঞ্চল তৃণমূল সভাপতি প্রণব পাঁজার বিরুদ্ধে । যদিও প্রণববাবু এই অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ’ বলে অবিহিত করেছেন ।
জানা গেছে,বলগোনা-মালডাঙ্গা সড়কপথের দুধারে বলগোনা গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে বেশ কিছু গাছ লাগানো হয়েছিল । সেই গাছগুলির মধ্যে অধিকাংশ মূলত সোনাঝুড়ি ৷ এলাকার কয়েকটি গোষ্ঠীর সদস্যরা গাছগুলির দেখাশোনা করে । ওই গোষ্ঠীগুলির মধ্যে একটি গোষ্ঠীর সদস্য শিশির পাঁজা জানান, গত দু’দিন ধরে বেশ কিছু গাছ কেটে পাচারও করে দেওয়া হচ্ছিল৷ আর রবিবার জানতে চাওয়া হলে কেউ কোনো সদুত্তর দিতে পারেনি বলে জানান তিনি । বলগোনা অঞ্চল তৃণমূল সভাপতি প্রণব পাঁজার সাফাই,ঝড়ে ভেঙে পড়া কিছু ডালপালা জড়ো করে রাখা হয়েছিল । সেগুলি পঞ্চায়েত থেকে টেন্ডার করে বিক্রি করা হচ্ছিল । ওই টাকা উপভোক্তাদের বুঝিয়ে দিয়ে বাকি টাকা পঞ্চায়েত ফাণ্ডে জমা করা হত ।’
যদিও ‘ঝড়ে ভেঙে পড়া কিছু ডালপালা’ নয়, এদিন গিয়ে দেখা গেল বেশ কিছু সোনাঝুড়ি গাছের গুঁড়ি থেকে কেটে কান্ড খন্ড খন্ড করে কোথাও তুলে নিয়ে যাওয়া হচ্ছে । অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধ গোষ্ঠীর আব্দুল আলিম শেখের অভিযোগ,’একটি কাঠগোলার সামনে কাটা গাছের বেশ কিছু ডালপালা জড়ো করে রাখা আছে দেখে কাঠগোলার মালিককে জিজ্ঞাসাবাদ করি৷ তখন তিনি জানান যে প্রণব পাঁজার নির্দেশেই তিনি গাছ কাটছিলেন । বনবিভাগের অনুমতি এবং গ্রাম পঞ্চায়েতের নো অবজেকশনের নথিও দেখাতে পারেননি তিনি ।’ তিনি এই ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ।
জানা গেছে,বলগোনা অঞ্চল তৃণমূল সভাপতির যুযুধান গোষ্ঠীই বনবিভাগের গুসকরা বিট অফিসে ফোন করে রাস্তার গাছ বেআইনিভাবে কেটে পাচার করা হচ্ছে বলে জনিয়ে দেয় । বিট অফিসার লক্ষ্মণ কারক জানিয়েছেন, গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে । কিছু কাটা গাছের অংশ নজরদারিতে রাখা হয়েছে। পরে রিপোর্ট দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।।