• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মন্তেশ্বরে পূর্ত দপ্তর ও ডিভিসির জায়গা জবরদখল করে অবৈধ নির্মানের অভিযোগ

Eidin by Eidin
December 23, 2021
in রাজ্যের খবর
মন্তেশ্বরে পূর্ত দপ্তর ও ডিভিসির জায়গা জবরদখল করে অবৈধ নির্মানের অভিযোগ
এই নির্মান ঘিরেই বিতর্ক । মন্তেশ্বর । বৃহস্পতিবার ।
8
SHARES
119
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর,২৩ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে পূর্ত দপ্তর ও ডিভিসির জায়গা জবরদখল করে অবৈধ নির্মানের অভিযোগ উঠল স্থানীয় ৩ গ্রামবাসীর বিরুদ্ধে । ঘটনাটি মন্তেশ্বর থানার উজনা গ্রামের । স্থানীয় কৃষকদের অভিযোগ, উজনা, ভাগরা, কুসুমগ্রাম, ভেটি প্রভৃতি গ্রামের কৃষি জমিতে সেচের জল যাওয়ার জন্য যে পাইপ বসানো ছিল সেটি অবৈধ নির্মানের ফলে বুজে যাওয়ায় কৃষিজমিতে আর জল পৌঁছবে না । ফলে সেচের জলের জন্য বিপাকে পড়তে হবে প্রচুর সংখ্যক চাষিদের । অন্যদিকে সরকারি জায়গায় অবৈধ নির্মানের কথা স্বীকার করে নিলেও জল যাওয়ার পাইপ বোজানোর অভিযোগ অস্বীকার করেছেন তিন অভিযুক্তরা ।
জানা গেছে,নবদ্বীপ-বর্ধমান সড়কপথে উজনা মোড়ে ক্যানেল পুল থেকে কুসুমগ্রাম যেতেই ডান দিকে একটি নির্মানকে কেন্দ্র করে বিতর্কের সুত্রপাত । গত বুধবার এনিয়ে ৭৮ জন কৃষকের স্বাক্ষর সম্বলিত একটি গন অভিযোগপত্র জমা দেওয়া হয় মন্তেশ্বরের বিডিওর কাছে । ওই অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ‘ডিভিসির ৬ এমএলসি ১৯৬ চেনের ডান দিকের পাইপটি দিয়ে মাঠে সেচের জল যায় । কিন্তু উজনা গ্রামের বাসিন্দা পাপু সেখ,গোলাম রসুল সেখ ও ওপিজুল মল্লিক হোটেল ও ব্যাবসার জন্য বেআইনিভাবে নির্মানের কাজ করছেন । তার ফলে একদিকে যেমন সরকারী জায়গা অবরুদ্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে মাঠে জল যাওরার রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে ।’ তাঁরা ওই অবৈধ নির্মান অবিলম্বে বন্ধের জন্য আবেদন জানান ।

গন ডেপুটেশন ।


স্থানীয় সিপিএম নেতা বলরাম‌ ঘোষ বলেন, ‘একজন ইতিমধ্যে অবৈধ নির্মান করে হোটেল খুলে বসেছে । বাকি দু’জন বাবসায়িক উদ্দেশ্যে প্রায় ১৫ কাঠা সরকারি জায়গার উপর নির্মান কাজ শুরু করেছে । আমরা এনিয়ে পূর্ত,সেচ দপ্তরের পাশাপাশি পুলিশ ও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি । কিন্তু এদিন পর্যন্ত কোনও সুরাহা হয়নি।’ এর পিছনে শাসকদলের মদত রয়েছে বলে তিনি অভিযোগ করেন ।
অন্যদিকে উজনা গ্রামের তৃণমূল সভাপতি বলে নিজেকে পরিচয় দেওয়া সাইফুদ্দিন শেখ নামে জনৈক এক ব্যক্তি এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ । আসলে আমাদের ৩ শতক পরিমান জায়গা ছিল । ওই জায়গাটি আমরা রফিজুল মল্লিক ও গোলাম রসুলকে বিক্রি করেছি । যদিও এখনও মিউটেশন হয়নি ।’ তিনি বলেন, ‘ওই ৩ শতক জায়গার সামনে পূর্ত দপ্তরের যে জায়গা আছে তার মালিক কে হবে ? পূর্ত দপ্তরের জায়গার উপর নির্মানের বহু নজির আছে ।’ তবে তিনি ডিভিসির জায়গা দখল করার অভিযোগ করেছেন। সাইফুদ্দিন শেখ আরও বলেন, ‘বুধবার সেচ দপ্তরের আধিকারিক আমায় ফোন করেছিলেন । আমি ওনাকে সরেজমিনে তদন্তে আসার জন্য অনুরোধ জানাই । সেই মত উনি তদন্তে আসেন । কিন্তু আমরা গিয়ে দেখি মূল সড়ক পথ থেকে প্রায় ৭০ ফুট ছেড়ে ওরা নির্মানের কাজ করছেন ।’ রফিজুল মল্লিক ও গোলাম রসুলকে অকারন হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওই তৃণমূল নেতার ।
এদিকে অন্যতম অভিযুক্ত গোলাম রসুল সেখ বলেন, ‘আমরা সরকারি জায়গায় নির্মান করছি ঠিকই, কিন্তু তার ঠিক পিছনে আমাদের ৩ শতক জায়গা রয়েছে । তাহলে ফ্রন্ট কার ? কিন্তু যে বা যারা অভিযোগ করছেন তাঁদের ওখানে এক ছটাও জায়গা নেই ।’।

Previous Post

কলকাতা পুরসভার মেয়র পদে ফিরহাদেই ভরসা মমতার

Next Post

ভিন রাজ্যের দুই গাঁজা পাচারকরীকে ১০ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত

Next Post
ভিন রাজ্যের দুই গাঁজা পাচারকরীকে ১০ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত

ভিন রাজ্যের দুই গাঁজা পাচারকরীকে ১০ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত

No Result
View All Result

Recent Posts

  • কেন উপনিষদ(দ্বিতীয়ঃ খন্ড) : ব্রহ্মের স্বরূপ, জ্ঞান ও অজ্ঞানের পার্থক্য এবং আত্ম- উপলব্ধি
  • গুজরাটের মন্দিরে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ-ধ্যানের পাশাপাশি মহাদেবের দুগ্ধাভিষেক করলেন লিওনেল মেসি ; বললেন : “ফের ভারতে আসব”
  • লোকসভার ভিতরে বসেই সিগারেটে সুখটান দিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ 
  • কুনার সীমান্ত এলাকায় তালেবান ও পাকিস্তানের তুমুল সংঘর্ষ ; তালিবানকে হুমকি দিল লস্কর-ই- তৈয়বার বরিষ্ঠ সন্ত্রাসী 
  • ঢাকায় ভারতীয় হাইকমিশনের অফিসে হামলা করল রাজাকাররা; এদিকে ৯.২ কোটি টাকায় বাংলাদেশি বোলারকে কেনায় ক্ষোভে ফুঁসছে দেশবাসী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.