দিব্যেন্দু রায়,কাটোয়া (পূর্ব বর্ধমান),০৮ নভেম্বর :সহায়ক মূল্যে ধান বিক্রির কুপন না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক কৃষক । সোমবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীখন্ডে কিষাণমান্ডির পাশে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক বেশ কিছুক্ষনের জন্য অবরোধ করে রাখেন ক্ষিপ্ত কৃষকরা । অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে কাটোয়া-১ বিডিও আসিফ ইকবাল ও কাটোয়া থানার পুলিশবাহিনী এসে কৃষকদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলেন ।
জানা গেছে,কাটোয়া মহকুমার পাঁচটি ব্লকে মোট ৬ টি কেন্দ্রে ১ নভেম্বর থেকে সরকারিভাবে সহায়কমূল্যে ধান কেনা শুরু করা হয়েছে । তার মধ্যে অন্যতম কাটোয়া ১ ব্লকের শ্রীখণ্ড কিষানমাণ্ডি । এদিন বেশ কিছু কৃষক কৃষিমান্ডিতে ধান বিক্রির জন্য টোকেন সংগ্রহ করতে গেলে কৃষকদের স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে কুপন নেওয়ার কথা বলা হয় । আর কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা । শুরু হয় কিষানমাণ্ডির সামনে বিক্ষোভ । কিষানমাণ্ডির ঠিক পাশেই বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কপথ । ক্ষিপ্ত কৃষকরা কুপন বিলির নামে অযথা হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে সড়কপথ অবরোধ শুরু করে ।
অবরোধকারী কৃষকদের অভিযোগ,যারা আগে সহায়ক মূল্যে ধান বিক্রি করেছেন ওই সমস্ত কৃষকদের নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল । কথা মত পুরনো রেজিস্ট্রেশনেই কুপন দেওয়ার কথা । কিন্তু বাস্তবে তা হচ্ছে না । যে সমস্ত কৃষকদের পুরনো রেজিস্ট্রেশন রয়েছে তাঁদেরও কুপনের জন্য অযথা হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কৃষকরা ।
কাটোয়া ১ ব্লক বিডিও আসিফ ইকবাল বলেন, ‘এব্যপারে পঞ্চায়েতের প্রধানের কোনও ভূমিকা নেই । যদি কেউ বলে থাকেন পঞ্চায়েত প্রধানের কাছে কুপন আনতে হবে তাহলে তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে । আমরা চাই প্রকৃত চাষিরাই ধান বিক্রির সুবিধা পান।’।