এইদিন ওয়েবডেস্ক,হাসান(কর্ণাটক),০২ জুলাই : কংগ্রেস শাসিত দক্ষিণ ভারতের কর্ণাটকের হাসান জেলার (Hassan district of Karnataka) একটি বেসরকারি স্কুলে বকরিদ উদযাপনের সময় ছাত্রদের জোরপূর্বক ইসলামিক নামাজ পড়ানোর ঘটনা ঘটেছে । সংবাদপত্র কানাডা প্রভার প্রতিবেদনে জানা গেছে,হাসান জেলার চান্নারায়পাটনার জ্ঞানসাগর ইন্টারন্যাশনাল স্কুলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে । হিন্দু ধর্মাবলম্বীদের অভিযোগ, শত শত শিশুকে কোরানের আয়াত পাঠ করানো হয়েছে । এছাড়া শিক্ষার্থীদের নামাজ পড়তে বাধ্য করা হয় ।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি । তারা হিন্দু ও খ্রিস্টান শিক্ষার্থীদের কোরানের আয়াত তেলাওয়াত করানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে । এদিকে এনিয়ে বিতর্কের সৃষ্টি হতেই শনিবার স্কুল ম্যানেজমেন্ট আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না । এদিকে ঘটনার নিন্দা জানিয়ে সোমবার বনধের ডাক দিয়েছে হিন্দু সংগঠনগুলো ।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে,পড়ুয়াদের কোরানের আয়াত পড়তে বাধ্য করা হয়নি এবং নামাজ পড়ানো হয়নি । ধর্মীয় উৎসব উদযাপনের প্রচলনের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে । বলা হয়েছে যে মুসলিম সম্প্রদায়ের মাত্র তিনজন শিশু নামাজ আদায় করেছে । অন্যরা চোখ বন্ধ করে বসে ছিল । পাশাপাশি তীব্র ক্ষোভের কারনে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে শুধু বকরিদ নয়, বিভিন্ন ধর্মের সব উৎসবে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ।।