এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার,০৯ ফেব্রুয়ারী : কাজ দেখে দেওয়ার টোপ দিয়ে নিয়ে গিয়ে হিন্দু তরুনীকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ উঠল বাংলাদেশের এক মুসলিম যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কক্সবাজার জেলায় । নিখোঁজ তরুনীর পরিবার এনিয়ে কক্সবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । কিন্তু পুলিশ যথারীতি কোনো ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশ সনাতন পার্টির কক্সবাজার শাখার সঙ্গে যোগাযোগ করে পরিবার । ওই সংগঠনের তরফ থেকে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত ওসির সাথে যোগাযোগ করা হয় । সংগঠনটি জানিয়েছে, তরুনীকে দ্রুত উদ্ধারের আশ্বাস দিয়েছেন ওসি । তবে বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজ তরুনীর কোনো হদিশ করতে পারেনি পুলিশ ।
জানা গেছে,নিখোঁজ তরুনীর নাম দীপ্তি পাল(১৯) । তিনি কক্সবাজার মডেল থানার অন্তর্গত খুরুপকুল গ্রামের পালপাড়ার বাসিন্দা শ্রীমান পালের মেয়ে ৷ অন্যদিকে একই থানার অন্তর্গত সেগুন বাগিচা গ্রামের বাসিন্দা আবুল কাসেমের ছেলে মহম্মদ আবদুল্লাহর(১৮) বিরুদ্ধে ওই হিন্দু তরুনীকে অপহরণের অভিযোগ উঠেছে ।
স্থানীয় সূত্রের খবর,শ্রীমান পাল কৃষিকাজের সঙ্গে যুক্ত । অভাবের সংসার । সেই কারনে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর থেকেই একটি চাকরির খোঁজ শুরু করেছিলেন দীপ্তি । একসাথে পড়াশোনার সুবাদে মহম্মদ আবদুল্লাহর সাথে তাঁর পরিচয় হয় । সম্প্রতি সে দীপ্তিকে শহরে কোনো একটি কাজ জুটিয়ে দেবে বলে আশ্বাস দিয়েছিল । তবে শর্ত হিসাবে দীপ্তিকে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দেয় ওই মুসলিম যুবক । কিন্তু দীপ্তি ধর্মান্তরিত হতে অস্বীকার করেন । এরপর দিন দুয়েক আগে তরুনীকে কাজ দেখে দেওয়ার বাহানায় তাকে কোনো গোপন জায়গায় নিয়ে যায় আবদুল্লাহ । তারপর দীপ্তিকে সে জোর করে ধর্মান্তরিত করে বলে অভিযোগ । বর্তমানে ওই যুবকের হেফাজতেই আছেন দীপ্তি । তবে তাকে ঠিক কোথায় আটকে রাখা হয়েছে তা স্পষ্ট নয় ।
বাংলাদেশ সনাতন পার্টির (BSP) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেছেন,’আমরা কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি । উনি তরুনীকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ।এর বাইরে আমরা সকলের সহযোগিতা কামনা করছি ।’।