এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ জুলাই : কেন্দ্র সরকারের অনুমোদিত সংস্থার নাম করে মহিলাদের প্রশিক্ষণ শেষে চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । কালনার এক ব্যক্তি স্থানীয় গৃহবধূদের সেলাইসহ বিভিন্ন হাতের কাজ শেখানোর পর কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা তুলেছিল বলে অভিযোগ । কিন্তু মাসের পর মাস পেড়িয়ে গেলেও কাজ বা টাকা ফেরত না পেলে সন্দেহ হয় ওই গৃহবধুদের ৷ শেষে শনিবার দুপুরে শতাধিক ক্ষিপ্ত মহিলা ওই ব্যক্তির অফিসে গিয়ে টাকা ফেরত চাইতে যান । কিন্তু টাকা ফেরতের কোনও লক্ষণ না দেখে তাঁরা দলবেঁধে কাটোয়া থানার সামনে এসে জড়ো হন । পরে মহিলাদের কাছ থেকে অভিযোগ শুনে ওই ব্যক্তি ও দুই মহিলাকে আটক করেছে পুলিশ । পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে ।
জানা গেছে, কাটোয়া শহরের সুবোধ স্মৃতি রোড এলাকায় একটি মার্কেট কমপ্লেক্সে রয়েছে কালনার বাসিন্দা এক ব্যক্তি ওই অফিসটি । ২০১৯ সালে অফিসটি খোলা হয় । অফিসের সামনে ঝোলানো রয়েছে ভারত সরকারের বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রালয়ের অধীনে ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট লেখা একটি ব্যানার । ব্যানারে ব্যাবহার করা হয়েছে অশোক স্তম্ভ লোগো । এছাড়া ‘কৌশল বিকাশ কেন্দ্র’ লেখা আছে ওই ব্যানারে। ওই ব্যক্তি নিজেকে ওই কেন্দ্রীয় সংস্থার লোক বলে পরিচয় দিয়ে কাজ করতেন বলে অভিযোগ ।
স্থানীয় গৃহবধু তৃপ্তি লাহা,মিনা দেবনাথ মাধবী দাস সরকাররা বলেন, ‘ওই ব্যক্তি নিজের কাজের সুবিধার জন্য স্থানীয় দুই গৃহবধূকে নিয়োগ করেছিলেন । ওই দু’জন মহিলাই আমাদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতেন । সেলাইসহ বিভিন্ন হাতের কাজ শিখিয়ে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন । কেন্দ্রীয় সরকারের নামে ব্যানার থাকায় আমরা বিশ্বাস করেছিলাম । এজন্য আমাদের কাছ থেকে ১২০০-২৩০০ টাকা করে নেওয়া হয়েছে । কিন্তু এখন কাজের ব্যাবস্থা তো করছেই না, উপরন্ত টাকা চাইতে গেলে ফের নতুন গল্প শোনাচ্ছে । তাই বাধ্য হয়ে এদিন আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি ।’ তাঁদের অভিযোগ, এভাবে এলাকার এক হাজারের অধিক মহিলাদের প্রতারিত করা হয়েছে ।
এদিন শতাধিক মহিলা প্রথমে ওই মার্কেট কমপ্লেক্সে ওই ব্যক্তির অফিসে এসে জড়ো হন । তারপর সেখান থেকে তাঁরা সোজা কাটোয়া থানায় চলে আসেন । গৃহবধুরা জানিয়েছেন, লকডাউনের সময় তাঁদের অনেকের স্বামী কাজ হারিয়ে বাড়িতে বসে আছেন । তাই বিকল্প উপার্জনের আশায় তাঁরা ওই ব্যক্তির প্রস্তাবে সায় দিয়েছিলেন । কিন্তু কাজের কাজ কিছু হয়নি । উলটে বিগত ৮-৯ মাস ধরে টাকা ফেরত পাচ্ছেন না । গৃহবধুদের দাবি,পুলিশ তাঁদের টাকা ফেরতের ব্যাবস্থা করুক ।
এদিকে এই অভিযোগ পাওয়ার পরেই কালনার ওই ব্যক্তি ও তাঁর দুই মহিলা কর্মীকে আটক করেছে কাটোয়া থানার পুলিশ ।।