দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ নভেম্বর : আমানতকারীদের টাকা তছরুপের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকার একটি সাব পোষ্ট অফিসের পোষ্টমাষ্টারকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম প্রসন্ন কবিরাজ । ভাতার থানার সগড়া গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি বাসুদা সাব পোষ্ট অফিসের পোষ্টমাষ্টার ছিলেন বলে জানা গেছে । রবিবার রাতে গ্রেফতারের সোমবার ধৃতকে বর্ধমান আদালিতে তোলা হয় ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বছর দুয়েক আগে বাসুদা সাব পোষ্ট অফিসের বেশ কিছু গ্রাহক তাঁদের জমা দেওয়া টাকা আত্মসাতের অভিযোগ তুলেছিলেন প্রসন্ন কবিরাজের বিরুদ্ধে । এনিয়ে সাব পোষ্ট অফিসে তাঁরা বিক্ষোভও দেখান । শেষে ভাতার সাব ডিভিশনাল পোষ্ট অফিসের ইন্সপেক্টরের কাছে গন অভিযোগ দায়ের করেন বেশ কিছু আমানতকারী । তারপর শুরু হয় বিভাগীয় তদন্ত ।
দপ্তর সুত্রে খবর, সেই তদন্তে প্রসন্ন কবিরাজ দোষী প্রমানিত হলে মাস তিনেক আগে এনিয়ে ভাতার থানায় ডাকযোগে একটি অভিযোগ দায়ের করেন ভাতার সাব ডিভিশনাল পোষ্ট অফিসের ইন্সপেক্টর । পরে পুলিশের হাতে কিছু তথ্য প্রমান তুলে দেওয়া হলে প্রসন্নবাবুকে রবিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । তবে ধৃত ব্যক্তির দাবি,বিনা অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । তিনি জানান, কিছু টাকার গন্ডগোল হয়েছিল ঠিকই, তবে তিনি সেই টাকা আগেই দফতরের কাছে মিটিয়ে দিয়েছিলেন ।।