এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ নভেম্বর : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর- এর গণনা ফর্ম (Enumeration form) বিলির কাজ শুরু হয়েছে গত ৪ নভেম্বর থেকে । প্রথমতঃ, ব্লক লেভেল অফিসারদের (বিএলও) রাজনৈতিক সংস্রব মুক্ত করার বিষয়ে বিস্তর জলঘোলা হয় । পরে ফর্ম বিতরণকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে উঠছে বিস্তর অভিযোগ । কমিশনের কঠোর নির্দেশ আছে যে বাড়ি বাড়ি গিয়েই বিএলও-দের গণনা ফর্ম বিতরণ করতে হবে । কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল নেতাদের বাড়ি থেকেই গণনা ফর্ম বিলি করছেন বিএলও-রা ৷ মালদা জেলা থেকে ফের এমনই অভিযোগ পাওয়া যাচ্ছে । হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরের বিএলও অমিত কুমারের বিরুদ্ধে ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের স্থানীয় জেলাপরিষদ সদস্য বুলবুল খানের বাড়ি থেকে গননা ফর্ম বিতরণের অভিযোগ তুলেছে বিজেপি । ফর্ম বিতরণের মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷
ভাইলার ভিডিও-তে দেখা গেছে, একটা ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি সম্বলিত “বাংলার ভোট রক্ষা শিবির” লেখা একটা বড়সড় ব্যানার । ঘরে বুলবুল খানকে স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি পরে চেয়ারে বসে থাকতে দেখা গেছে । ওই তৃণমূল নেতা ও বিএলও সহ ৮ জনকে চেয়ারে বসে থাকতে দেখা যায় । আর তার মাঝেই গননা ফর্ম বিতরণ করতে দেখা যায় বিএলও-কে ।
বিজেপির জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়ার বলেছেন,’এই বিষয়ে আমরা বিডিও-এর কাছে অভিযোগ জানাব । অভিযোগ পাওয়ার পর বিডিও যদি ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ না নেন তাহলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাব ।’ অন্যদিকে তৃণমূল নেতা বুলবুল খান তার বাড়িতে গননা ফর্ম বিতরণের অভিযোগ স্বীকার করে সাফাই দেন, ‘আমার বাড়ির আশপাশে আমাদের আত্মীয় স্বজনরা বসবাস করেন । বিএলও-এর কাছ থেকে তাদের ফর্ম নিচ্ছিলাম৷’ তিনি বিজেপির বিরুদ্ধে অকারণ রাজনীতি করার অভিযোগ তুলেছেন৷ যদিও অভিযোগ প্রসঙ্গে বিএলও অমিত কুমারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।

