প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ জুলাই : করোনার ’বুস্টার ডোজের’ টোকেন বিলি নিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নিতির অভিযোগআনলেন পঞ্চায়েতেরই সদস্য। শুধু অভিযোগ আনাই নয়, ’টোকেনের’ দাবিতে অনুগামীদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভও দেখান পঞ্চায়েত সদস্য।এই ঘটনার জেরে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের বাগিলা গ্রাম পঞ্চায়েত অফিয়ে।খবর পেয়ে মেমারি থানার পুলিশ পঞ্চায়েত অফিসে গিয়ে ক্ষোভ বিক্ষোভ সামাল দেয়।’বুস্টার ডোজের’ টোকেন না পেলে আন্দোলন আরো জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পঞ্চায়েত সদস্য ।
মেমারির ১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেস পরিচালিত।পঞ্চায়েতে প্রধান পদে রয়েছেন অরিন্দম ঘোষাল।এই গ্রাম পঞ্চায়েতের শশীনারা গ্রামে এদিন ’বুষ্টার ডোজ’ প্রদানের শিবির হয়।পঞ্চায়েতের শশীনারা গ্রামের ৮ নম্বর সংসদের সদস্য ছবি বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে আচমকাই তাঁর অনুগতদের নিয়ে পঞ্চায়েত অফিসে হাজির হন। তিনি অভিযোগ করেন,’বুস্টার ডোজ’
টোকেন বিলি সংক্রান্ত বিষয়ে পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল তাঁকে কিছুই জানায় নি । প্রধান বেছে বেছে নিজের লোকেদের টোকেন বিলি করেছেন।ছবি বন্দ্যোপাধ্যায় আরো বলেন, প্রধাধ ’বুস্টার ডোজের’ টোকেন প্রদান নিয়ে এইভাবে দুর্নীতি করায় তাঁর সংসদ এলাকার মানুষজন করোনার ’বুষ্টার ডোজ’ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন । এরই প্রতিবাদ জানাতে,এদিন তিনি পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন বলে সদস্যা জানান । ছবি বন্দ্যোপাধ্যায়ের অনুগতরা এদিন পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানকে অপসারণেরও দাবিও
তোলেন ।
পঞ্চায়েত সদস্যর আনা অভিযোগ যদিও মানতে চাননি পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল। তিনি বলেন,“বুস্টার ডোজের টোকেন নিয়ে কোন দুর্নীতি হয় নি । দুশোর মতো টোকেন পাওয়া গিয়েছিল । পঞ্চায়েতের ১৭ জন সদস্যের মধ্যে ১৫-২০ টি করে টোকেন ভাগ করে দেওয়া হয় । ৮ নম্বর সংসদের সদস্য ছবি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে দিন টোকেন দিয়ে আসতে যায় সেদিন উনি বাড়িতে ছিলেন না। তাই উনার হাতে টোকেন দেওয়া যায় নি । সেটই উনায় ক্ষোভ । ছবি বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল , টোকেন ফের দেওয়া হবে ,একদিনেই বুস্টার ডোজ দেওয়া শেষ হচ্ছে না । এর পরেও যদি উনি লোকজন নিয়ে এসে পঞ্চায়েত অফিসে অশান্তি করতে আসেন , তাহলে কি আর করা যাবে ।’।