প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ মে : গায়ে আগুন লাগিয়ে দিয়ে গৃহবধূকে প্রাণে মারার অভিযোগে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করলো পুলিশ । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কাইগ্রামে । পুলিশ জানিয়েছে মৃতার নাম চম্পা মণ্ডল (২৭)। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে বধূর স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা । পুলিশ তাঁদের সন্ধান চালাচ্ছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মন্তেশ্বর থানার কাইগ্রামের গৃহবধূ চম্পা মণ্ডল মঙ্গলবার শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ হয় । তারপর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।বুধবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয় । বধূর মৃত্যুর পরেই তাঁর বাবার বাড়ির লোকজন মন্তেশ্বর থানায় বধূকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেন । বধূর বাবার বাড়ির লোকজন পুলিশকে জানিয়েছেন,আট বছর আগে মেয়ের বিয়ে হয় । বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁদের মেয়ে চম্পার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে । মঙ্গলবার দুপুরে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় । এরপরে গায়ে আগুন লাগিয়ে চম্পাকে পুড়িয়ে মেরে দেওয়া হয়।পুলিশ জানিয়েছে , বধূর বাবার বাড়ির লোকজন জামাই সহ শ্বশুর বাড়ির সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে । তার ভিত্তিতে খুনের মামলা রুজু করে অভিযূক্তদের খৌঁজ শুরু করেছে পুলিশ ।।