এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৫ ফেব্রুয়ারী : ভোট লুঠের চেষ্টা করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । আর তাতে মদত দিচ্ছে পুলিশ প্রশাসন । এই অভিযোগ তুলে শুক্রবার বিষ্ণুপুর মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । এদিন দলের নেতা কর্মীদের নিয়ে বিষ্ণুপুর মহকুমা শাসকের দফতরের সামনে বসে পড়েন সাংসদ। শান্তিপূর্ণ ভোট করার দাবিতে মহকুমা শাসককে স্মারকলিপিও দেন ।
উল্লেখ্য,দিন কয়েক আগেই নির্বাচনী প্রচারপর্বে শান্তি বজায় রাখার জন্য বিষ্ণুপুরের মহকুমা প্রশাসন ও পুলিশ প্রসাসনকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন সৌমিত্র খাঁ । প্রচারের শেষ দিনে নিজের সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রী ঘুরে তিনি পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুললেন । সাংসদের অভিযোগ, ‘পুলিশ আধিকারিকরা বিষ্ণুপুর পুরসভার ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে টেলিফোনে হুমকি দিচ্ছেন । ভয় দেখানো হচ্ছে ওই ওয়ার্ডগুলির বিরোধী ভোটারদেরও ।’সেই সঙ্গে তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায় ও সদ্য জার্সি বদল করে তৃণমূলে যাওয়া বিধায়ক তন্ময় ঘোষের সাথে বৈঠক করা নিয়ে বিষ্ণুপুরের মহকুমা শাসকের নিরপেক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন ।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,’ভোটের দিন বহিরাগত দুস্কৃতিদের বিষ্ণুপুর ও সোনামুখী পুরসভায় এনে ভোট লুঠের পরিকল্পনা করেছে তৃণমূল । কিন্তু কেউ যদি ভোট লুঠ করতে আসে তাহলে রক্তক্ষয়ী ঘটনা ঘটবে । আর তার জন্য দায়ী থাকবে শাসকদলের নেতারা ও প্রশাসনিক আধিকারিকরা ।’।