দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ মে : সড়ক পথের ধারে গাছ কেটে পাচারের চেষ্টার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ ৷ সোমবার বলগোনা গুসকরা সড়কপথে মাহাতা পঞ্চায়েত এলাকার গ্রামগোড়ে বাসস্ট্যান্ড থেকে বলগোনা মোড় পর্যন্ত বেশ কিছু সোনাঝুড়ি গাছ কেটে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ । সেই সময় নাজিম মণ্ডল নামে মাহাতা পঞ্চায়েতের এক সদস্যের নজরে পড়ে যায় । তিনি আশপাশের লোকজনদের ডেকে কয়েকজনকে আটকে রেখে ভাতার থানায় খবর দেন । খবর পেয়ে পুলিশ এসে তাদের প্রথমে আটক করে । পরে নাজিম মণ্ডলের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় ।
পুলিশ জানিয়েছে,ধৃতরা হল রায়রামচন্দ্রপুর কলোনির বাসিন্দা সুকুমার কাঞ্জিলাল ও অরূপ কাঞ্জিলাল এবং ছাতিমতলা গ্রামের বাসিন্দা সোম হেমব্রম নামের দুই ব্যক্তি ও দেবীলাল বাস্কি । মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠায় পুলিশ । পাশাপাশি প্রায় ৯০ টি কাটা গাছও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে ৷
যদিও এদিন আদালতে যাওয়ার পথে ধৃতরা দাবি করেন,তারা মাহাতা পঞ্চায়েতের প্রধানের নির্দেশেই সড়ক পথের ধারে লাগানো ওই গাছগুলি কাটছিলেন । এই বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রধান কমলা মাজি বলেন, ‘বলগোনা-গুসকরা সড়ক পথ সম্প্রসারণের কাজের জন্য ওই গাছগুলি কাটা হয়েছিল । যাতে চুরি না হয় তাই গাছগুলি পঞ্চায়েত অফিসে এনে রাখার কথা । কেউ গাছ পাচার করেনি ।’ কিন্তু টেন্ডার ছাড়াই কিভাবে গাছগুলি কাটা হচ্ছিল তা এনিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানের দলেরই পঞ্চায়েত সদস্য নাজিম মণ্ডল ৷ তবে এই প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি প্রধানের কাছ থেকে ।।