এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৫ আগস্ট : বিজেপি কর্মীরা স্বাধীনতা দিবস উদযাপন করেছিলেন । বিজেপি বিধায়ক জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করে দিয়ে চলে যান । আর ঠিক তার পরেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বালসি বালেশ্বর তলায় । বিজেপির অভিযোগ,তাঁদের টাঙানো জাতীয় পতাকা জোর করে নামানো করায় তৃণমূলের গুন্ডাবাহিনী । তারপরে চলে বেদম মারধর । মারধরের ফলে কয়েকজন বিজেপিকর্মী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ । যদিও এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । অন্যদিকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
জানা গেছে,এদিন সকালে সকালে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বালসি বালেশ্বর তলায় ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন যোগদান করেছিল স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরা । জাতীয় পতাকা উত্তোলন করেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধারা । তিনি পতাকা উত্তোলন সেরে তিনি গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার পরেই স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয় । বিজেপি কর্মীদের মারধর করে উত্তোলিত জাতীয় পতাকা নামিয়ে নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ । এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের পালটা দাবি, বন্যার সময় বিধায়কের দেখা পাওয়া যায়নি । সেই রাগ থেকেই স্থানীয় গ্রামবাসীরা এই ঘটনা ঘটিয়েছে ৷।