এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৮ এপ্রিল : আগে টোটোয় চড়ে প্রচার করছিল জনা পাঁচেক বিজেপি কর্মী । একদম পিছনে ছিল দলীয় প্রার্থীর গাড়ি । মাঝে গাড়িতে আসছিল পুলিশবাহিনী । সেই সময় টোটোয় থাকা বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চেঁচুড়ি গ্রামের কাছে চাকটা-সুবিপুর রোডে । এই ঘটনায় কেউ আহত না হলেও আকবর শেখ নামে এক বিজেপি কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে । বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনার পর ক্ষিপ্ত বিজেপি কর্মীরা চাকটা-সুবিপুর রোড অবরোধ শুরু করেন । শেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় । বিজেপির তরফ থেকে এনিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে । কেতুগ্রামের বিজেপি প্রার্থী মথুরা ঘোষ জানিয়েছেন, তিনি এনিয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন ।
জানা গেছে,এদিন সকাল থেকেই কেতুগ্রাম ব্লকের আনখোনা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে রোড শো করছিলেন কেতুগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী মথুরা ঘোষ । একটি গাড়িতে ছিলেন মথুরা ঘোষসহ জনা দশেক বিজেপি কর্মী । তাঁদের সামনে একটি টোটোয় চড়ে আকবর শেখসহ ৫ বিজেপি কর্মী প্রার্থীর সমর্থনে মাইকে প্রচার করছিলেন । এই দুই গাড়ির মাঝে আসছিল পুলিশের গাড়ি । টোটোটি বাকি দুই গাড়ির থেকে একটু তফাতেই ছিল বলে জানা গেছে । চাকটা-সুবিপুর রোড ধরে যাওয়ার সময় চেচুড়ি গ্রামের কাছাকাছি টোটোটি আসতেই ঘটনাটি ঘটে ।
বিজেপি প্রার্থী মথুরা ঘোষের অভিযোগ, তাঁদের উপর হামলা করার উদ্দেশ্যে আগে থেকেই মাঠের মধ্যে লুকিয়ে ছিল কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াহের ভাই কাজল শেখের ঠ্যাঙাড়ে বাহিনী । তাঁদের গাড়ি চেচুড়ি গ্রামের কিছুটা আগে আসতেই ওই দুষ্কৃতি দল টোটোতে হামলা চালায় । এই দেখে আকবর শেখসহ বাকিরা প্রাণ ভয়ে মাঠের মধ্যে ছুটে পালানোর চেষ্টা করেন। কিন্তু দুষ্কৃতি দল তাঁদের পিছু ধাওয়া করে । তারপর আকবরকে ধরে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বিজেপি না ছাড়লে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতিরা ।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিকে এই ঘটনার সময় টোটোর ঠিক পিছনেই ছিল পুলিশের গাড়িটি । তখন পুলিশবাহিনী গিয়ে বিজেপি কর্মীদের উদ্ধার করে । এরপর ঘটনার প্রতিবাদে চাকটা-সুবিপুর রোড অবরোধ শুরু করে দেয় ক্ষিপ্ত বিজেপি কর্মীরা । তাঁরা দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কেতুগ্রাম থানার ওসি । অবশেষে তাঁর কাছ থেকে আশ্বাস পেলে অবরোধ তুলে নেওয়া হয় । এরপর চেঁচুড়ি, মুরুটিয়া, আনখোনা সহ বিভিন্ন গ্রামে প্রচার করেন বিজেপি প্রার্থী । অন্যদিকে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটের আগে তাঁদের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে অপপ্রচার করছে বিজেপি ।।