এইদিন ওয়েবডেস্ক,মুরারোই,২৭ অক্টোবর : বাংলাদেশ বা পাকিস্তান নয়,খোদ পশ্চিমবঙ্গে দূর্গা প্রতিমা শোভাযাত্রার উপর মুসলিম জনতা দ্বারা হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে । জানা গেছে, ঘটনাটি ঘটেছে একাদশীর দিন বীরভূম জেলার মুরারোই থানার আমদোল গ্রামে । হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । একটা ভিডিওতে দেখা গেছে যে একটা দূর্গা প্রতিমা রাখা ভ্যান একটা গলির মধ্যে দাঁড়িয়ে আসছে । প্রতিমার আশপাশে মহিলা ও পুরুষদের চরম আতঙ্কিত অবস্থায় দেখা গেছে । যে ব্যক্তি ভিডিওটি করেছিলেন তাকে বলতে গেছে,’প্রতি বছর আমদোল গ্রামে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় মুসলিমরা হামলা চালায় ।’
অন্য একটা ভিডিওতে এক জায়গায় প্রচুর পুলিশ ও র্যাফ দেখা গেছে । তাদের মধ্য থেকেই উন্মত্ত জনতাকে একটা গলি লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে দেখা গেছে । হামলাকারীদের মধ্যে একজন সাদা পাঞ্জাবি ও মাথায় ফেজ টুপি পরা ব্যক্তিকেও গলি লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে দেখা যায় । যদিও ভিডিওর সত্যতা ‘এইদিন’ যাচাই করেনি ।
ঘটনার বিবরণে দীপক বোরা নামে জনৈক এক ব্যবহারকারী নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘নিজ ভূমে পরবাসী, আমরা এখন বর্তমান সরকার এবং মূর্তি ভাঙ্গায় বিশ্বাসীদের হাতের পুতুল। বীরভূম জেলার মুরারই বিধানসভা ও থানার অন্তর্গত আমডোল গ্রামে মা দুর্গা’র বিসর্জনের সময়, মুসলিম অধ্যুষিত পাড়ায় দিয়ে ঠাকুর নিয়ে যেতে বাধা দেয় মুসলিমরা, তারপরেই শুরু হয় তর্ক-বিতর্ক তা থেকেই বিশাল রূপ নেয়। পুলিশের সামনেই চলে ইট বৃষ্টি, পুলিশ নির্বাক দর্শকের মত দাঁড়িয়ে থাকে।’
তিনি আরও লেখেন,’সূত্রের খবর,হিন্দুদের প্রতি আক্রমণ করা হয়, এবং বেশ কয়েকজন আহত হয় পূজা কমিটির লোকজন ও সাধারণ মানুষ। নিজেদের নপুংসকতার গ্লানি বহন করার পাশাপাশি এগুলো দেখলে মনে হয় দেশের শাসনভার যদি ইজরায়েলের হাতে তুলে দেওয়া যেত…। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।’
অরুপ মিত্র নামে এক ব্যবহারকারী ফেসবুকে হামলার ভিডিওসহ লিখেছেন,’বীরভূম জেলার মুরারই বিধানসভার ও থানার অন্তর্গত আমডোল গ্রামে দুর্গা মার বিসর্জনের সময় ,ওই মুসলিম পাড়ায় দিয়ে ঠাকুর নিয়ে যেতে বাধা দেয় মুসলিমরা, তারপরেই শুরু হয় তর্কবিতর্ক তা থেকেই বিশাল রূপ নেয়। পুলিশের সামনেই চলে ইট বৃষ্টি, পুলিশ নির্বাক দর্শকের মত দাঁড়িয়ে থাকে । হিন্দুদের প্রতি আক্রমণ করা হয়, এবং বেশ কয়েকজন আহত হয় কমিটির।
আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।’
ঘটনার প্রতিবাদ জানিয়ে সৌরভ সামন্ত নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘কারা যেনো বলে হিন্দু মুসলিম ভাই ভাই,? সেই জন্যেই রাম নবমী আর দূর্গা পুজোতে ই ঝামেলা হয়। কই কখনো তো এরকম খবর হয় নি, “ঈদের দিনে হিন্দুদের ইট বৃষ্টি” শোনো সেক্যুলার হিন্দুরা। ‘হিন্দু হয়ে গর্ব করতে যাদের এখনো ফাটে জেনে রেখো জন্ম তাদের রহমত চাচার খাটে ।’যদিও এই ঘটনায় মুরারোই থানার কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা এবং পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট নয় ।
একদিকে যখন হুগলির উত্তরপাড়ার ‘মৌসুমি ক্লাব’ নামে একটি পূজো কমিটির দুর্গামণ্ডপে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে আজান বাজানো হয়,অন্যদিকে তখন বীরভূম জেলার মুরারোইয়ে দুর্গাপ্রতিমার বিসর্জনের শোভাযাত্রায় মুসলিমদের হামলায় প্রশ্ন উঠছে ।।